close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

বিদ্যুৎ বিল যাচাই নিয়ে দোয়ারাবাজারে দু’দফা সংঘর্ষে আহত ১০..

Mamun Bin Mostofa  avatar   
Mamun Bin Mostofa
সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিদ্যুৎ বিল যাচাই নিয়ে দু’দফা সংঘর্ষে দোকান ভাঙচুর ও ক্যাশ লুটসহ গুরুতর চারজনসহ অন্তত ১০জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার রণভূমি পয়েন্ট ও এরুয়াখাই চকবাজারে। এ ব্যাপারে শনিবা..

সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিদ্যুৎ বিল যাচাই নিয়ে দু’দফা সংঘর্ষে দোকান ভাঙচুর ও ক্যাশ লুটসহ গুরুতর চারজনসহ অন্তত ১০জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার রণভূমি পয়েন্ট ও এরুয়াখাই চকবাজারে। এ ব্যাপারে শনিবার (১৪ জুন) উপজেলার ৭ নং লক্ষীপুর ইউনিয়নের রণভূমি গ্রামের সংঘর্ষে জখমি এরশাদ মিয়ার ছেলে এনায়েত হোসেন বাদী হয়ে মৃত কনাই মিয়ার ছেলে আলাউদ্দিন ও সুজন মিয়াকে প্রধান আসামি করে নারী-পুরুষসহ একই গ্রামের ১৮ জনের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, বাদীর পিতা রণভূমি গ্রামের ষাটোর্ধ এরশাদ মিয়া পল্লী বিদ্যুুতের একটি বিল যাচাই করতে বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে স্থানীয় রণভূমি পয়েন্টে প্রতিবেশী বাছির মিয়ার চায়ের দোকানের সামনে উপস্থিত হন। এ সময় জমি সংক্রান্ত বিষয়ে পূর্ব শত্রুতার জেরে বিবাদী একই গ্রামের আলাউদ্দিনের ডাকে সাড়া না দিলে আলাউদ্দিন গংয়ের অতর্কিত কিল-ঘুষিতে মারাত্মকভাবে আহত হন তিনি। তার শোর-চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসায় পাঠান। এ সময় সংঘবদ্ধ বিবাদীরা তাকে প্রাণে মারার হুমকি দিয়ে শাসিয়ে থাকে। দ্বিতীয় দফা পরদিন শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় এরুয়াখাই চকবাজারস্থ আহত এরশাদ আলীর ছেলে সাফায়াত, আজাদ, আব্দুল মালেক, ভাতিজা মনির উদ্দিনের দোকানে বিবাদী পক্ষের লোকজনের অনধিকার প্রবেশের কারণ জানতে চাইলে জামাল ও রিপনসহ সংঘবদ্ধ বিবাদীরা চাপাতি ও লাঠিসোঁটাসহ দেশিয় অস্ত্রসহ উল্টো অতর্কিত হামলা চালিয়ে তাদেরকে গুরুতর জখম করে। এ সময় আহতদের দোকান ভাঙচুরসহ তাদের ক্যাশ বাক্সে থাকা চারটি দোকানের ৫ লক্ষাধিক নগদ টাকা লুটে নেয় সাদিয়া বেগমসহ গং বিবাদীরা। এমনকি এ ঘটনায় মামলা দিলে প্রাণে শেষ করে তাদের লাশ গুম করে ফেলার দেয় দূর্বৃত্তরা।পরে আহতদের পক্ষ থেকে গ্রাম-পঞ্চায়েতকে বিষয়টি জানালে তাদের ডাকে সাড়া দেয়নি বিবাদীরা।

জানতে চাইলে দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক বলেন, উপরোক্ত ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তপূর্বক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

No comments found


News Card Generator