close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

বিদায় রিভার প্লেটের, দাপুটে জয়ে শেষ ষোলোতে ইন্টার মিলান

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
ফিফা ক্লাব বিশ্বকাপে দুর্দান্ত সূচনা করেও শেষটা সুখকর হলো না আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেটের।..

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানের কাছে ২-০ গোলে হেরে আসর থেকেই বিদায় নিয়েছে লাতিন আমেরিকার ঐতিহ্যবাহী দলটি।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৬ জুন) সকালে সিয়াটলের লুমেন ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় ইন্টার মিলান। যদিও প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি কেউই। তবে দ্বিতীয়ার্ধে চিত্র পাল্টায়।

ম্যাচের ৬৬তম মিনিটে রিভার প্লেটের ডিফেন্ডার লুকাস কোয়ার্টা ইন্টারের এক খেলোয়াড়কে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। সংখ্যাগত ঘাটতির সুযোগ নেয় ইন্টার মিলান। ছয় মিনিট পর, ৭২তম মিনিটে সুচিচের পাস থেকে লক্ষ্যভেদ করেন এস্পোসিতো। নির্ধারিত সময় শেষে যোগ করা অতিরিক্ত সময়ে ব্যবধান দ্বিগুণ করেন বাস্তনি।

ম্যাচের অন্তিম মুহূর্তে উত্তেজনা আরও বাড়ে। ইন্টারের এক খেলোয়াড়ের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়িয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন রিভার প্লেটের আরেক ডিফেন্ডার গঞ্জালো মন্তিয়েল। দুই লাল কার্ড আর দুই গোল হজম করে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় রিভার প্লেটকে।

এই হারে শেষ ষোলোতে উঠার আশা শেষ হয়ে যায় রিভার প্লেটের। কারণ, একই গ্রুপের অন্য ম্যাচে মেক্সিকান ক্লাব মন্টেরে ৩-০ গোলে উরাওয়া রেডসকে হারিয়ে রানার্স আপ হয়ে শেষ ষোলোতে জায়গা করে নেয়।

এদিকে গ্রুপ ‘এফ’-এর ম্যাচে কোরিয়ান ক্লাব উলসানকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড। একই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স।

Nenhum comentário encontrado


News Card Generator