বিচারের পর আ’লীগকে জনগণ ক্ষমা করলে আপত্তি নেই: রিজভী

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সুবিচার নিশ্চিতের পর আওয়ামী লীগকে জনগণ ক্ষমা করলে বিএনপির কোনো আপত্তি নেই। শুক্রবার (২১ মার্চ) রাজধানীর উত্তরার দক্ষিণখানে ফায়দাবাদ ..

রিজভী বলেন, ‘আমরা সুবিচার নিশ্চিত করতে চাই, এটাই আমাদের আন্দোলনের উদ্দেশ্য। শেখ হাসিনার আমলের পুনরাবৃত্তি চাই না। আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কথা হচ্ছে, কিন্তু বিচার নিয়ে আলোচনা নেই। দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। বিচারের পর যদি আওয়ামী লীগ জনগণের কাছে ক্ষমা চায় এবং জনগণ তাদের ক্ষমা করে, তাহলে আমাদের আপত্তি নেই।’

গণহত্যায় জড়িতদের বিচার দাবি

জুলাই আন্দোলনে যারা গণহত্যায় জড়িত তাদের বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি বলেন, ‘কার নির্দেশে ডিসি, এসি, ওসিরা খুন-হত্যা করেছে, তা আমরা জানি। দুই হাজার মানুষ, শিক্ষার্থী হত্যার বিচার করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ পুরানো দল, সেই দলের অপরাধীদের বিচার হলে তারপর যদি জনগণ তাদের রাজনীতি করার সুযোগ দেয়, সেখানে আমাদের কিছু বলার নেই। তবে যারা নেতৃত্বে আসবে, তারা যদি খুন, লুটপাট, ছাত্র হত্যা থেকে বিরত থাকে, তাহলে কেন তারা রাজনীতি করতে পারবে না?’

গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান

উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, ‘অন্তর্বর্তী সরকারের একটি গোষ্ঠী ৫ আগস্টের পর সংস্কারের কথা বলছে। কিন্তু গত ছয় মাসে দৃশ্যমান কোনো সংস্কার দেখা যায়নি। দেশে এখনো স্থিতিশীলতা ফেরেনি। স্বৈরাচার শেখ হাসিনার পতন হলেও স্বৈরাচার এখনো বিদ্যমান।’

তিনি আরও বলেন, ‘গণতন্ত্র এখনো প্রতিষ্ঠিত হয়নি। এর জন্য দরকার একটি সুষ্ঠু নির্বাচন। ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার গঠন করলেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।’

Inga kommentarer hittades