close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত ৫৭ শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করলো প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ..

M.A Hossain avatar   
M.A Hossain
****

উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের গত দুই শিক্ষাবর্ষে বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার (২২ জুন) সকালে কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আবচার উদ্দিন। কলেজের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিভাগের প্রভাষক মো. শেখ ফরিদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের দাতা সদস্য ও ক্লিফটন গ্রæপের পরিচালক এমডি এম মহিউদ্দিন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের দাতা সদস্য গিয়াস উদ্দিন, গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. কামাল উদ্দিন, সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপিকা শামসুন নাহার, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শিমুল কান্তি ভৌমিক, আইসিটি বিভাগের প্রভাষক আল মাহমুদ শাকিল।

বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্য মানপত্র পাঠ করেন বিজ্ঞান বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী আইরিন সুলতানা। নিজেদের সফলতার গল্প শুনিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল বিভাগের চান্সপ্রাপ্ত বিবি হাজেরা। এই কৃতি শিক্ষার্থী কলেজের ৪র্থ শ্রেণির কর্মচারী আবু তাহেরের সন্তান। এছাড়া সফলতার গল্প শুনিয়েছেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত ফারিহা আক্তার রিফা, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত তাসফিহা নাজনীন।

এবছর কলেজ থেকে ৩৫৭ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত ৫৭ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।ক্রেস্ট প্রদান শেষে সবাই একসাথে একই ফ্রেমে ফটোসেশনে অংশ নেন। সর্বশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কলেজের সহকারী অধ্যাপক ইউসুফ মিয়া।

Geen reacties gevonden


News Card Generator