কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে "ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচি - স্টার" এর আওতায় উপজেলায় ডিসেম্বর ২০২৪ থেকে মে ২০২৫ পর্যন্ত ৬ মাসের প্রশিক্ষণ শেষে (১৬ই জুন, রোজ সোমবার) সনদপত্র প্রদান করা হয়।
ব্র্যাকের কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম জানান, প্রশিক্ষণার্থীদের ‘ওস্তাদ-সাগরিদ’ মডেলে প্রশিক্ষণ প্রদান করা হয়। উক্ত প্রশিক্ষণে ৬০ জন প্রশিক্ষণার্থী টেইলারিং, আইটি সাপোর্ট টেকনিশিয়ান, মোবাইল ফোন সার্ভিসিং, উড ফার্নিচার মেকার ট্রেডে প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ করা হয়।
সনদপত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রগতির এরিয়া ম্যানেজার মোঃ শফিকুল ইসলাম, দাবির এরিয়া ম্যানেজার মোঃ আবুল কালাম আজাদ, সেলপ কর্মসূচির অফিসার হিতেশ কুমার রায় এবং ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির মোঃ জাহাঙ্গীর আলম।
প্রশিক্ষণার্থীদের সাথে কথা বলে জানা যায়, প্রশিক্ষণ শেষে তারা সকলে কাজের সাথে যুক্ত আছেন এবং ভবিষ্যতে সকলে নিজেই উদ্যোক্তা হবেন এবং সমাজের হতদরিদ্র পরিবারের পিছিয়ে পড়া কিশোর-কিশোরীদের প্রশিক্ষণ দিয়ে তাদেরকেও স্বাবলম্বী করে গড়ে তুলবেন। ব্র্যাকের এমন উদ্যোগে সত্যিই তারা খুবই আনন্দিত। ব্র্যাকের কাছে প্রত্যাশা, এমন হাতে-কলমে প্রশিক্ষণ কর্মসূচি আমাদের ভুরুঙ্গামারী উপজেলায় আরও বিস্তার লাভ করুক এবং সমাজের পিছিয়ে পড়া সকল মানুষ যেন সুযোগ পায় এবং তাদের জীবন মানের উন্নয়ন ঘটে।