টাঙ্গাইলের ভূঞাপুরে ২০২৪-২৫ অর্থ বছরের খরিফ-১ মৌসুমে উফশী আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়।
মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসার মোঃ মোখলেছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান।
এ সময় উপজেলা কৃষি অফিসার মোঃ মোখলেছুর রহমান জানান, উপশি ১/২০২৪ আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৫শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে জন প্রতি ১০ কেজি আউশ ধান বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়।



















