ভূয়া ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সাংবাদিক আটক

Ranajit Barman avatar   
Ranajit Barman
দোকানে চাঁদাবাজিকালে হাতে নাতে একজন ভূয়া ম্যাজিস্ট্রেট, একজন ভূয়া পুলিশ ও একজন ভূয়া সাংবাদিককে আটক করে থানা পুলিশে দিয়েছেন স্থানীয় জনগণ।..

শ্যামনগরে ভূয়া ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সাংবাদিক আটক

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় দোকানে চাঁদাবাজিকালে হাতে নাতে একজন ভূয়া ম্যাজিস্ট্রেট, একজন ভূয়া পুলিশ ও একজন ভূয়া সাংবাদিককে আটক করে থানা পুলিশে দিয়েছেন স্থানীয় জনগণ।

বুধবার (২১ মে) বিকাল সাড়ে ৫টার দিকে ঘটনাটি ঘটে উপজেলার সীমান্ত সংলগ্ন ইউনিয়ন নুরনগর বাজারে। সোনার বাংলা ও বন্ধু নামীয় দুটি বেকারীতে ম্যাজিস্ট্রেট পরিচয়ে টাকা চাওয়ার সময় সন্দেহ হলে স্থানীয় জনগণ তাদেরকে আটক করেন।
পরে পুলিশ তাদের নিকট থেকে মোবাইল ফোন, একটি ভিডিও ক্যামেরা, বেশ কয়েকটি ভূয়া পরিচয়পত্র ও একটি প্রাইভেটকার জব্দ করেন।

আটককৃতরা হলেন ম্যাজিস্ট্রেট পরিচয়ে কালীগঞ্জ উপজেলার শেখ আলিমুদ্দীনের ছেলে আমিরুল ইসলাম(৪২), গাজীপুর জেলার বাসন থানার আবু সাইদের ছেলে জয় সরদার(৩১) ও ঢাকা উত্তরা এলাকার আবুল খায়েরের ছেলে ফারুক হোসেন(৪৪)। 

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ম্যাজিস্ট্রেট পরিচয়ে ঐ ব্যক্তিরা সোনার বাংলা নামীয় বেকারীতে তিন হাজার টাকা আদায় করেন। এ সময় আরও বেশী টাকার দাবী করলে তাদের সন্দেহ হয়। এক পর্যায়ে স্থানীয় জনতা তাদেরকে আটক করে শ্যামনগর থানা পুলিশে সোপর্দ করেন। এর আগে একই তিন ব্যক্তি নুরনগর একই বাজারে চাঁদাবাজি করে টাকা নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে বলে জানান।  

ছবি- শ্যামনগরে জনতার হাতে আটক ভূয়া ম্যাজিস্ট্রেট,পুলিশ ও সাংবাদিক।

 

Ingen kommentarer fundet