মাহফুজুল হক পিয়াস, ইবি প্রতিনিধি:
টাকার অভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পারা দুই মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ। মেধাবী ওই দুই শিক্ষার্থী হলো ২০২৩-২৪ শিক্ষাবর্ষের হিসাব বিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের তাসনিম খাতুন ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বায়েজিদ বোস্তামী।
এ বিষয়ে তাসনিম খাতুন বলেন,'নানা জটিলতার কারণে ভর্তি বাতিল করেছি। জটিলতা কাটিয়ে পড়াশোনা চালিয়ে যেতে চেয়েছিলাম। ছাত্রদলের সিনিয়র বড় ভাইদের সহযোগিতায় পুনরায় ভর্তি হতে পেরেছি। কৃতজ্ঞতায় জানাই ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ ভাইকে যার সহগোতিায় বিশ্ববিদ্যায়ের জীবনের স্বপ্নটা আবারও ফিরে পেলাম। একমাত্র তাদের অবদানের জন্য পড়াশোনা করতে পারছি।'
এ বিষয়ে ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ বলেন,“বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের রাজনৈতিক অনুপ্রেরণা। তিনি দেশের বিভিন্ন জেলায় হতদরিদ্র, মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে যেভাবে ভর্তি সহায়তা করে যাচ্ছেন, তা আমাদের শিখিয়েছে—রাজনীতি মানে কেবল ক্ষমতা নয়, এটি হতে পারে মানবিকতার সবচেয়ে উজ্জ্বল রূপ। তারই ধারাবাহিকতায় আজ আমি এই শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছি। আমি বিশ্বাস করি, রাজনীতি মানে জনসেবা আর ছাত্ররাজনীতি মানে শিক্ষার্থীদের অধিকার ও সুযোগ-সুবিধার নিশ্চয়তা।
তিনি আরও বলেন, “ছাত্ররাজনীতি নিয়ে অনেকের মনে নেতিবাচক ধারণা আছে আমি কাজের মাধ্যমে প্রমাণ করতে চাই ছাত্ররাজনীতি আসলে শিক্ষার্থীদের জন্যই, তাদের কল্যাণে। ইবি ছাত্রদল অতীতেও শিক্ষার্থীদের পাশে ছিল, এখনো আছে, এবং ভবিষ্যতেও থাকবে।"