close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

ভোটারদের কেন্দ্রে আনতে প্রার্থীরা যানবাহন ব্যবহার করতে পারবেন না: ইসি..

Md Mamun Molla avatar   
Md Mamun Molla
মোঃ মামুন মোল্লা গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

ভোটারদের কেন্দ্রে আনতে প্রার্থীরা যানবাহন ব্যবহার করতে পারবেন না: ইসি
মোঃ মামুন মোল্লা, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটগ্রহণকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ রাখতে কঠোর নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটারদের ভোটকেন্দ্রে আনার জন্য কোনো প্রার্থী বা তার সমর্থকরা কোনো ধরনের যানবাহন ব্যবহার করতে পারবেন না বলে জানিয়েছে সংস্থাটি।
সোমবার (২৬ জানুয়ারি) ইসির উপসচিব মনির হোসেন স্বাক্ষরিত রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো পরিপত্র-১৫ থেকে এ তথ্য জানা গেছে।
পরিপত্রে বলা হয়, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের নির্বাচনী এজেন্ট, পোলিং এজেন্ট কিংবা সমর্থকরা যাতে ভোটারদের কেন্দ্রে আনার জন্য কোনো প্রকার যানবাহন ব্যবহার করতে না পারেন এবং আচরণবিধিমালার পরিপন্থী কোনো কার্যক্রমে জড়িত না হন— সে বিষয়ে প্রার্থীদের করণীয় ও বর্জনীয় দিক স্পষ্ট করে সতর্ক করতে হবে। অন্যথায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়া ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার পক্ষে কেউ নির্বাচনী ক্যাম্প স্থাপন করতে পারবেন না বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে ব্যবহৃত পোস্টার, লিফলেট, হ্যান্ডবিল বা এ ধরনের প্রচারসামগ্রী ভোটগ্রহণ শুরুর আগেই অপসারণ করতে হবে।
পরিপত্রে ভোটগ্রহণ সংক্রান্ত আরও কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়, ভোটকেন্দ্রে স্বচ্ছ ব্যালট বাক্স ছাড়া অন্য কোনো ধরনের বাক্স ব্যবহার করা যাবে না। ইতোমধ্যে একই ধরনের কিন্তু ভিন্ন ভিন্ন নম্বরযুক্ত স্বচ্ছ ব্যালট বাক্স জেলা পর্যায়ে পাঠানো হয়েছে। নির্দেশনা অনুযায়ী, প্রত্যেক ভোটকক্ষে একটি করে এবং প্রতিটি ভোটকেন্দ্রের জন্য অতিরিক্ত একটি ব্যালট বাক্স সংরক্ষিত থাকবে। তবে কোনো ভোটকক্ষে একসঙ্গে একাধিক ব্যালট বাক্স ব্যবহার করা যাবে না।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট।

No se encontraron comentarios


News Card Generator