ভোমরা কাস্টমস্ সিএন্ড এফ এজেন্টস এসোসিয়েশনের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা শিবির..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
ভোমরা কাস্টমস্ সিএন্ড এফ এজেন্টস এসোসিয়েশন ও খুলনা বি এন এসবি চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা শিবির ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে..

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরার ভোমরা কাস্টমস্ সিএন্ড এফ এজেন্টস এসোসিয়েশন ও খুলনা বি এন এসবি চক্ষু হাসপাতাল শিরোমনির যৌথ উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা শিবির ২০২৫  এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। 

বুধবার (১৬ এপ্রিল '২৫) সকালে ভোমরা স্থলবন্দর কাস্টমস্ সিএন্ড এফ এজেন্টস ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল শিরোমনির যৌথ আয়োজনে সাইট সে়ভার্স  ও ব্র্যাক এর সহযোগিতায় সিএন্ড এফ ভবনে সিএন্ড এফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মো. আবু হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চোখের ছানি অপারেশন চক্ষু চিকিৎসা শিবির-২০২৫ এর উদ্বোধন করেন ভোমরা স্থলবন্দর কাস্টমস্ এর ডেপুটি কমিশনার মো. আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোমর স্থল বন্দরের উপপরিচালক মো. রুহুল আমিন, খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের ডা. শেখ হাসিবুল ইসলাম, ভোমরা সিএন্ড এফ এজেন্টস এসোসিয়েশনের সহ-সভাপতি আব্দুল মোমেন খান চৌধুরী (সান্টু চৌধুরী), ভোমরা ইমিগ্রেশন ইনচার্জ তুফান কুমার মন্ডল, ফ্রি চক্ষু চিকিৎসা শিবির ২০২৫ এর (কমিটি চেয়ার) ওয়ালী উল্লাহ, বিশিষ্ট সমাজসেবক ও মোহাম্মাদিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট কমিটির সেক্রেটারি প্রাক্তন ইউপি সদস্য মো. আব্দুল মান্নান প্রমুখ।

২১৬ জন চক্ষু রোগীদের চক্ষু পরীক্ষা শেষে ব্যবস্থাপত্র দেয়া হয় এবং ৫৭ জনকে অপারেশনের জন্য বাছাই করে সেই রোগীদের ছানি অপারেশনের জন্য খুলনা বিএনএসবি চক্ষু  হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

এ সময় ভোমরা সিএন্ড এফ এজেন্টস এসোসিয়েশনের কর্মকর্তা, খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের ডাক্তার ও ভোমরা স্থল বন্দরের বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সমগ্র সঞ্চালনা করেন ভোমরা সিএন্ড এফ এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আবু মুছা।

Nenhum comentário encontrado


News Card Generator