বয়স মাত্র ১৮ বছর। যখন সমবয়সীরা ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তায় ভুগছে, পড়াশোনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দোলাচলে দিন কাটাচ্ছে ঠিক তখনই নিজের ভাগ্য নিজেই গড়ার সাহসী সিদ্ধান্ত নিয়েছেন আরিয়ান ইসলাম শিহাব। ভোলার চরফ্যাশন উপজেলায় জ্যাকব টাওয়ারের সামনে তিনিই প্রথম ফুটপাতভিত্তিক থ্রিফটিং শপ চালু করেন। যা ভোলা জেলায় তরুণ উদ্যোক্তা হিসেবে দৃষ্টান্ত স্থাপন করে।
ফুটপাতে একটি ছোট স্টল দিয়েই শুরু হয়েছে শিহাবের স্বপ্নযাত্রা।
শুধু অফলাইনেই সীমাবদ্ধ নন শিহাব। সময়ের সঙ্গে তাল মিলিয়ে অনলাইনেও নিজের ব্যবসা সম্প্রসারণ করছেন। তার শপের নামে একটি ফেসবুক পেজের মাধ্যমে নিয়মিত পোশাক বিক্রি করছেন, যেখানে স্থানীয় তরুণদের পাশাপাশি দেশের বিভিন্ন জেলার ক্রেতারাও যুক্ত হচ্ছেন। অনলাইন অর্ডারের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে হোম ডেলিভারির সুবিধাও দিচ্ছেন এই তরুণ উদ্যোক্তা।
প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত ফুটপাতে দাঁড়িয়ে ক্রেতাদের সঙ্গে কথা বলেন এই তরুণ উদ্যোক্তা। রোদ, বৃষ্টি কিংবা প্রতিকূল পরিবেশ সবকিছুকেই সঙ্গী করে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন তিনি। কখনো বিক্রি ভালো হয়, কখনো কম তবুও হতাশায় থাকেন না তিনি।
পরিবারের ওপর নির্ভর না করে ছোট পরিসরে হলেও কিছু একটা শুরু করেছি।"
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, “আগামীতে ব্যবসাটাকে আরও বড় পরিসরে নেওয়ার ইচ্ছা আছে। স্থায়ী একটি শপ এবং অনলাইন প্ল্যাটফর্মকে আরও শক্তিশালী করতে চাই। এছাড়াও যারা নিম্নবিত্ত ও মধ্যবিত্ত রয়েছে তাদের নিয়ে কাজ করতে চাই।”



















