close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ভোলায় গভীর নিম্নচাপের প্রভাবে প্লাবিত ২৫ গ্রাম: পানিবন্দি ৩০ হাজার মানুষ।..

মোহাম্মদ ফাইজুল্লাহ avatar   
মোহাম্মদ ফাইজুল্লাহ
ভোলায় গভীর নিম্নচাপের প্রভাবে ২৫টি গ্রাম প্লাবিত হয়েছে, প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।..

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের ফলে ভোলায় নদী ও সমুদ্রের পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় জেলার উপকূলীয় অঞ্চলে তীব্র বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জেলার অন্তত ২৫টি গ্রাম প্লাবিত হয়েছে এবং প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে পাঁচ শতাধিক ঘরবাড়ি। প্রচুর মাছের ঘের ও পুকুর ভেসে গেছে, এবং শতাধিক গবাদি পশু নিখোঁজ রয়েছে।

 

পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, মেঘনা নদীর পানি বিপদসীমার ওপরে প্রবাহিত হওয়ায় মনপুরা, তজুমদ্দিন, বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলার বিভিন্ন এলাকার বাঁধ ভেঙে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছে। বিশেষ করে মনপুরার কলাতলী, ঢালচর ও সাকুচিয়া এবং চরফ্যাশনের কুকরি-মুকরি, ঢালচর ও চরপাতিলা এলাকায় জোয়ারের পানিতে হাজার হাজার মানুষ আটকে পড়েছেন।

 

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, দেড় হাজার ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করে ত্রাণ বিতরণ শুরু হয়েছে। দুর্যোগ মোকাবেলায় ৮৬৯টি আশ্রয়কেন্দ্র এবং ১৪টি মাটির কেল্লায় মানুষ ও গবাদি পশু আশ্রয় নিয়েছে। সিপিপি, রেড ক্রিসেন্ট ও অন্যান্য সংস্থার প্রায় ১৩,৮০০ স্বেচ্ছাসেবক ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ করছেন। মোতায়েন রয়েছে ৯৭টি মেডিকেল টিম। দুই দিন ধরে বন্ধ রয়েছে ভোলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব নৌ-রুট। বৈরী আবহাওয়ার কারণে জেলার অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে, ফলে জনদুর্ভোগ আরও বেড়েছে।

 

ভোলা জেলা আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলায় ১১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জেলা প্রশাসক মো. আজাদ জাহান বলেছেন, দুর্যোগ ব্যবস্থাপনার তিন ধাপের প্রস্তুতি—পূর্বপ্রস্তুতি, দুর্যোগকালীন ও পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ক্ষয়ক্ষতির প্রকৃত তালিকা প্রণয়নের কাজ চলমান রয়েছে।

 

ত্রাণ কার্যক্রম হিসেবে ইতোমধ্যে ২৯১ মেট্রিক টন চাল, দেড় হাজার শুকনো খাবারের প্যাকেট এবং পাঁচ লাখ টাকার শিশু খাদ্য বিতরণ শুরু হয়েছে। সব সরকারি কর্মকর্তার ছুটি বাতিল করে জরুরি ভিত্তিতে দায়িত্বে নিয়োজিত করা হয়েছে। দুর্যোগ-পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন সর্বোচ্চ প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে।

No comments found