close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
ইমিগ্র্যান্ট ভিসা আবেদনকারীদের জন্য কনস্যুলার সম্পর্কিত বার্তা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) তাদের ফেসবুকে এক পোস্টে এ বার্তা দিয়েছে তারা।
বার্তায় বলা হয়, নির্দেশনা অনুযায়ী মার্কিন দূতাবাসের কর্মকর্তারা ঢাকা ছেড়ে যাওয়ার পর ২ সেপ্টেম্বর থেকে ঢাকার মার্কিন দূতাবাসের কনস্যুলার শাখা পুনরায় রুটিন কনস্যুলার সেবা চালু করেছে। কিন্তু দূতাবাসের সব কর্মকর্তারা ঢাকায় না ফেরা পর্যন্ত কনস্যুলার সেবা সীমিত থাকবে।
জাতীয় ভিসা কেন্দ্র (এনভিসি) দ্বারা পূর্বের নির্ধারিত সব ইমিগ্র্যান্ট ভিসার সাক্ষাৎকার বাতিল করা হয়েছে। যাই হোক, কাজের চাপ এবং সংস্থান অনুমতির ভিত্তিতে ধীরে ধীরে এসব সাক্ষাৎকার পুনরায় নির্ধারণ করা হবে। চিন্তার কারণ নেই। আপনার আবেদন হারিয়ে যাবে না। আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। আপনি (আবেদনকারী) আমাদের সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন নেই।
উল্লেখ্য, ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে বাংলাদেশের নাগরিক ও বাসিন্দাদের জন্য দেশটির ইমিগ্র্যান্ট ভিসা কার্যক্রম সম্পন্ন করা হয়।
Không có bình luận nào được tìm thấy



















