close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ভিপি নূরের আসনে নাটকীয় মোড় || হাসান মামুনকে সমর্থনের পর আবারও গণঅধিকারে ফিরলেন আব্দুল হাই গাজী..

Md Hamidul Islam avatar   
Md Hamidul Islam
পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে নির্বাচনী রাজনীতিতে নাটকীয় পরিবর্তন। স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনকে সমর্থন ঘোষণার পর আবারও গণঅধিকার পরিষদে ফিরে গেলেন জেলা যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই গাজী। এই ঘটনায় এ..

তারিখ: রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬

প্রতিনিধি: গলাচিপা (পটুয়াখালী)

পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নাটকীয় মোড় নিয়েছে পরিস্থিতি। ভিপি নূরুল হক নূরের নিজ নির্বাচনী এলাকাতেই একের পর এক ঘটনায় স্পষ্ট হয়ে উঠছে ভাঙনের সুর। স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনকে সমর্থন ঘোষণার রেশ কাটতে না কাটতেই আবারও গণঅধিকার পরিষদে ফিরে গেলেন দলটির পটুয়াখালী জেলা যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই গাজী।

এর আগে গত শুক্রবার (২৩ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের প্রতি সমর্থন ঘোষণা করেন আব্দুল হাই গাজী।

সামাজিক যোগাযোগমাধ্যমে সেই খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক রাজনৈতিক আলোড়ন সৃষ্টি হয়। ওই সময় স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখের মাধ্যমে তাকে বরণ করে নেন হাসান মামুন।

সমর্থন ঘোষণাকালে আব্দুল হাই গাজী বলেন,“এলাকার উন্নয়ন, জনগণের অধিকার ও সুশাসনের স্বার্থে আমি স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনকে সমর্থন জানাই।”

তবে ওই ঘটনার পর মাত্র অল্প সময়ের ব্যবধানে আবারও গণঅধিকার পরিষদে ফিরে যাওয়ার ঘোষণা দেন তিনি। দলীয় সূত্র জানায়, অভ্যন্তরীণ আলোচনা ও সাংগঠনিক বাস্তবতার প্রেক্ষিতেই তিনি পুনরায় গণঅধিকার পরিষদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার সিদ্ধান্ত নেন।

এই ঘটনাকে কেন্দ্র করে ডাকুয়া ইউনিয়নসহ আশপাশের এলাকায় রাজনৈতিক আলোচনা-সমালোচনার ঝড় বইছে। অনেকেই বিষয়টিকে নির্বাচনী কৌশল, আবার কেউ কেউ দলীয় চাপে সিদ্ধান্ত পরিবর্তন বলে মন্তব্য করছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এক জেলা পর্যায়ের নেতার এমন অবস্থান পরিবর্তন পটুয়াখালী-৩ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। তৃণমূল পর্যায়ে ভোটের হিসাব-নিকাশে এর প্রভাব পড়তে পারে বলেও মনে করছেন তারা।

তবে এ বিষয়ে আব্দুল হাই গাজী বলেন, পরিস্থিতি যেমনটা হোক আমরা চাই ঐক্যবদ্ধ ভাবে ভিপি নুরুল হক নূর এর ট্রাক মার্কার বিজয় নিচ্ছিত করে সংসদে যেনো পাঠাতে পারি। সেই সাথে পটুয়াখালী-৩ আসনটি গনঅধিকার পরিষদের সাথে সমঝোতা করায় বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন। 

এদিকে পুরো এলাকায় রাজনৈতিক তৎপরতা আরও জোরদার হয়েছে। আগামী দিনে আরও সমর্থন পরিবর্তন কিংবা নতুন জোটের ইঙ্গিত মিলতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট মহল।

没有找到评论


News Card Generator