রিপোর্ট মেহেদী হাসান: "ভোটারই বাংলাদেশ গড়ার আসল মালিক—ভবিষ্যতের বাংলাদেশ গঠনে এখন সময় ভোটারদের দ্বারে যাওয়ার"—এই বার্তা দিয়েই নরসিংদীর পলাশ উপজেলায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি সম্মেলন-২০২৫।
শুক্রবার (২৭ জুন) সকালে ঘোড়াশাল পৌর অডিটোরিয়ামে আয়োজিত এই সম্মেলনে দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ দেশের আগামী জাতীয় নির্বাচনকে “ভবিষ্যতের বাংলাদেশ নির্মাণের প্রাণপ্রদীপ” হিসেবে উল্লেখ করেন।
সম্মেলনের মূল বক্তা ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি ও নরসিংদী-২ আসনের প্রার্থী মাওলানা মো. আমজাদ হোসেন বলেন— "আজ দেশের মানুষ বদলে গেছে—ভিতর থেকে, চিন্তা থেকে, চেতনা থেকে। তারা এখন আর আগের মতো নয়। এখন আর লাঠিয়াল বাহিনীর ভয় দেখিয়ে কিংবা টাকার বিনিময়ে বেপারিদের মাধ্যমে ভোট কেনা যাবে না।"
"কারণ, এখন প্রতিটি নাগরিক জানে—ভোট তার অধিকার, তার সম্মান। সে তার ভোটের মালিক, এবং সেই ভোটই আজ গণতন্ত্রের সবচেয়ে শক্তিশালী অস্ত্র।"
"তাই এখন আমাদের যেতে হবে প্রতিটি ভোটারের কাছে। যাকে আমরা বলি 'খুচরা ভোটার', সেই মানুষগুলোর কাছে যেতে হবে শ্রদ্ধা নিয়ে, আস্থার কথা নিয়ে। অনুরোধ করতে হবে—এই দেশের ভাগ্য বদলের যাত্রায় যেন তারা দাঁড়িপাল্লাকে বেছে নেয়।"
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পলাশ উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল কাশেম সিকদার। বিশেষ অতিথি ছিলেন জেলা আমির মাওলানা মোছলেহুদ্দীন এবং জেলা সেক্রেটারি মাওলানা আমজাদ হোসেন।
সম্মেলনে আরও বক্তব্য দেন জেলা কর্মপরিষদ সদস্য সাইয়েদুজ্জামান, আব্দুল জব্বার, মাওলানা মোজ্জামেল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “আমাদের রাজনীতি কেবল নির্বাচনী নয়—এটি নীতিনিষ্ঠ, গণতন্ত্রভিত্তিক ও সেবামুখী। আমরা চাই একটি অধিকারের বাংলাদেশ, যেখানে দারিদ্র্য থাকবে না, দুর্নীতি-দখলদারি থাকবে না, থাকবে মানবিক রাষ্ট্রের ভিত রচনার প্রতিশ্রুতি।”
সম্মেলনে আরও তুলে ধরা হয়— “মাদক, অন্যায় ও দখলদার রাজনীতির বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে হবে। জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগোতে হবে।”
আলোচনার শেষে প্রতিনিধি সম্মেলন থেকে জনগণের উদ্দেশে একটি বার্তা পৌঁছে দেওয়া হয়—“ভোটারই আসল মালিক, তারই হাতে আগামী বাংলাদেশ। আসুন, দাঁড়িপাল্লায় ভোট দিয়ে গণতন্ত্র, সুবিচার ও মর্যাদার বাংলাদেশ গড়ি।”