চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ভাটখৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৫ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ,পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠান মঙ্গলবার সকালে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ড. মোঃ হামিদ সরদার এর সভাপতিত্বে
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী দোয়া ও কুরআন তেলাওয়াত করেন মাওলানা নুর উদ্দিন ।
এসময় উপস্থিত ছিলেন শ্রীকান্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ এনামুল হক , মোঃ ফাইসাল কবির (সদস্য ৪ নং ওয়ার্ড ,পার্বতীপুর ইউনিয়ন পরিষদ )
অনুষ্ঠানে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।পাশাপাশি পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের আনুষ্ঠানিক বিদায় এবং তাদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয় । অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ভাটখৈর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন , ‘শিক্ষার্থীদের নৈতিকতা ও সুশিক্ষায় গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। ভাটখৈর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষার মান উন্নয়নে যে ভূমিকা রাখছে, তা প্রশংসার দাবিদার।



















