শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা :
১৮ দিন পর দ্বিতীয় দফা আবারও সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী সীমান্ত দিয়ে ২৩ বাংলাভাষী নাগরিককে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।
মঙ্গলবার (২৭ মে '২৫) ভোরে তাদেরকে পুশইন করা হয়। পরে স্থানীয় বিজিবি জওয়ানরা তাদেরকে প্রথমে কুশখালী বিজিবি হেফাজতে রাখলেও বেলা তিনটার দিকে তাদেরকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।
এদের মধ্যে ৯ জন শিশু ও ৭ জন নারী ৭ জন পুরুষ রয়েছে।
এঘটনার প্রতিবাদ জানিয়ে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটলিয়নের আওতাধীন কুশখালি বিওপির একটি প্রতিনিধি দল ভারতীয় বিএসএফ কৈজুরী ক্যাম্পের বিষয়টি নিয়ে কথা বলেছেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীমুল হক জানান, বিজিবি তাদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করেছে তাদের অধিকাংশের বাড়ি কুড়িগ্রাম জেলায়। তাদেরকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
প্রসঙ্গত, গত ৯ মে সাতক্ষীরা সুন্দরবনের মধ্যে নদীপথ দিয়ে তিন ভারতীয় নাগরিকসহ ৭৮ জনকে পুশ-ইন করে বিএসএফ। তাদেরকে সাতক্ষীরা রেঞ্জের আওতাধিন গহীন সুন্দরবনের মান্দারবাড়ীয়া চর এলাকায় নদী পথ দিয়ে বাংলাদেশে পুশ-ইন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।



















