close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

ভারতীয় টিভি চ্যানেল বন্ধে রিটের শুনানি জানুয়ারিতে : হাইকোর্টের ঘোষণা

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
ঢাকা: বাংলাদেশে সব ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে করা রিটের শুনানি আগামী জানুয়ারিতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন হাইকোর্ট। রবিবার (১০ ডিসেম্বর) বিচারপত
ঢাকা: বাংলাদেশে সব ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে করা রিটের শুনানি আগামী জানুয়ারিতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন হাইকোর্ট। রবিবার (১০ ডিসেম্বর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালত বলেন, "অবকাশকালীন ছুটি শেষে জানুয়ারি মাসের প্রথম দিকে আমরা এই রিট শুনব। তখন অ্যাটর্নি জেনারেলের বক্তব্যও শোনা হবে।" রিট আবেদন ও এর পটভূমি গত ২ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা শাহিন আরা লাইলি একটি রিট আবেদন দায়ের করেন। ওই রিটে ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন, ২০০৬ এর ১৯ ধারা অনুযায়ী বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার নিষিদ্ধ করার আবেদন জানানো হয়। এছাড়াও রিটে প্রশ্ন তোলা হয়, কেন ভারতীয় টিভি চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধে নির্দেশনা দেওয়া হবে না? এ বিষয়ে রুল জারিরও আর্জি পেশ করা হয়। কাদেরকে বিবাদী করা হয়েছে? রিট আবেদনে বিবাদী করা হয়েছে: তথ্য সচিব স্বরাষ্ট্র সচিব বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গকে। কেন এ রিট? আইনজীবী সৈয়দা শাহিন আরা লাইলি অভিযোগ করেন যে ভারতীয় টিভি চ্যানেলগুলো বাংলাদেশে সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলছে। এর ফলে দেশের সংস্কৃতি ও গণমাধ্যমের ওপর দীর্ঘমেয়াদে ক্ষতিকর প্রভাব পড়ছে। শুনানির দিনক্ষণ হাইকোর্ট বেঞ্চের আদেশ অনুযায়ী, জানুয়ারি মাসের প্রথম দিকে রিটের শুনানি অনুষ্ঠিত হবে। সেই সময় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলের বক্তব্যও শোনা হবে। ### বিশেষ পর্যবেক্ষণ ভারতীয় টিভি চ্যানেল বন্ধের রিটটি জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। শুনানির ফলাফলের ওপর নির্ভর করবে দেশের সম্প্রচার নীতিতে কোনো পরিবর্তন আসবে কি না।
Nenhum comentário encontrado