close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

ভারতের ধানমন্ত্রী মোদি ফেসবুক স্ট্যাটাসে যা লিখলেন

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
Indian PM Modi expressed deep sorrow over the fatal bus crash in Medina and ordered all possible assistance for the victims' families.

সৌদি আরবের মদিনায় ভারতীয় ওমরাহযাত্রীদের ভয়াবহ বাস দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এবং হতাহতদের পরিবারকে সব ধরনের সহায়তার নির্দেশ দিয়েছেন।

সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ভারতীয় নাগরিকদের প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (১৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি আনুষ্ঠানিক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই শোক জানান।

প্রধানমন্ত্রীর ওই স্ট্যাটাসে লেখা হয়েছে, "মদিনায় ভারতীয় নাগরিকদের দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। প্রিয়জন হারানো পরিবারগুলোর প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।"

শোকবার্তার পাশাপাশি মোদি কূটনৈতিক তৎপরতার বিষয়েও নিশ্চিত করেছেন। তিনি জানান, রিয়াদে ভারতীয় দূতাবাস এবং জেদ্দায় কনস্যুলেট ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করছে। পাশাপাশি, ভারতীয় কর্মকর্তারা সৌদি কর্তৃপক্ষের সঙ্গেও ঘনিষ্ঠ যোগাযোগ রাখছেন।

এদিকে, এই দুর্ঘটনার পরপরই ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করও গভীর শোক প্রকাশ করেন। তিনি নিশ্চিত করেন যে, রিয়াদ ও জেদ্দার কনস্যুলেট নিহতদের পরিবার এবং আহতদের সহায়তা দিতে পুরোদমে কাজ করছে। পররাষ্ট্রমন্ত্রী নিহতদের পরিবারকে সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেন।

দুর্ঘটনার পর দ্রুত ও নিরবচ্ছিন্ন সহায়তার জন্য জেদ্দার কনস্যুলেটে ২৪ ঘণ্টা একটি নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম) খোলা হয়েছে। হজ ও ওমরাহ মন্ত্রণালয়, স্থানীয় কর্তৃপক্ষ এবং ওমরাহ অপারেটরদের সাথে নিবিড় সমন্বয় করে ভারতীয় কনস্যুলেট ও স্বেচ্ছাসেবকরা হাসপাতালে ও দুর্ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি সামাল দিচ্ছেন। এই পদক্ষেপে ভারত সরকার তার নাগরিকদের পাশে থাকার বার্তা দিয়েছে।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator