ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ জেলা শ্রমিক দল আয়োজিত মহান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে অনুষ্ঠিত বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশে ইতিহাস সৃষ্টি করল ভালুকা উপজেলা শ্রমিক দল। জেলার ১৪টি থানার মধ্যে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ভালুকা উপজেলা শ্রমিক দল প্রথম স্থান অর্জন করে, যা এবারের মে দিবসের সবচেয়ে আলোচিত ঘটনা হয়ে উঠেছে।
এই বিজয়ের নেতৃত্ব দিয়েছেন ভালুকা উপজেলা শ্রমিক দলের সংগ্রামী সভাপতি আলহাজ্ব সৌমিক হাসান সোহাগ এবং বিপ্লবী সাধারণ সম্পাদক শাহ্ মোঃ সুজন। তাদের সুনিপুণ পরিকল্পনা, সাংগঠনিক দক্ষতা এবং দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ অংশগ্রহণে ভালুকা থেকে আগত র্যালিটি রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে বিশাল উপস্থিতি নিশ্চিত করে।
ভালুকা উপজেলা শ্রমিক দলের বিশাল র্যালি এবং সংগঠিত অংশগ্রহণকে স্বীকৃতি দিয়ে তাদের হাতে তুলে দেওয়া হয় একটি ৪৩ ইঞ্চি স্মার্ট টেলিভিশন পুরস্কার। পুরস্কারটি তুলে দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেপ প্রিন্স, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব জাকির হোসেন বাবলু, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, জেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আবু সাঈদ, এবং সাধারণ সম্পাদক মফিদুল ইসলাম মোহন।
এই বিশাল সাফল্যে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস ও গর্বের অনুভূতি দেখা যায়। র্যালিকে কেন্দ্র করে ভালুকা উপজেলা এক ঐক্যবদ্ধ শ্রমিক শক্তির প্রতীক হিসেবে উপস্থাপিত হয়।
এবারের সাফল্যে ভালুকার শ্রমিক নেতারা গর্বের সঙ্গে বলেন, ভালুকার মাটি শ্রমিকদলের ঘাঁটি-এটি আজ প্রমাণিত। তারা এই বিজয়কে উৎসর্গ করেছেন দেশের শ্রমজীবী মানুষদের অধিকার আদায়ে অব্যাহত আন্দোলন ও সংগ্রামের প্রতি।