close

লাইক দিন পয়েন্ট জিতুন!

ভালুকার কাচিনা ইউনিয়নে রুহুল আমিন মাসুদের নেতৃত্বে ধানের শীষের পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা..

ইমন সরকার avatar   
ইমন সরকার
ময়মনসিংহের ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতীক ধানের শীষের পক্ষে দিনভর ব্যাপক নির্বাচনী প্রচারণা চালানো হয়েছে।..

ময়মনসিংহের ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতীক ধানের শীষের পক্ষে দিনভর ব্যাপক নির্বাচনী প্রচারণা চালানো হয়েছে।

 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর থেকে শুরু হয়ে রাত পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড, পাড়া-মহল্লা, হাট ও জনবহুল বাজার এলাকায় এই প্রচারণা অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ।

 

প্রচারণাকালে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকসংবলিত লিফলেট বিতরণ করেন এবং সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। ব্যস্ত সড়ক ও বাজার এলাকায় গণসংযোগকালে নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো কাচিনা ইউনিয়ন। এ সময় রুহুল আমিন মাসুদ বলেন, “নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ধানের শীষ বিজয়ী হলে দেশ উন্নয়নের পথে ধাবিত হবে। ধর্ম-বর্ণ দলমত নির্বিশেষে সকল শ্রেণি পেশার মানুষ আমাদের সাথে রয়েছে।"

 

তিনি আরও বলেন, "আপনারা ১৭ বছর ভোট দিতে পারেন নাই। আপনারা ঐক্যবদ্ধভাবে ভোটকেন্দ্রে যাবেন এবং ধানের শীষকে বিজয়ী করে ঘরে ফিরবেন ইনশাআল্লাহ।"

 

প্রচারণায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

 

প্রচারণাকে ঘিরে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। অনেক ভোটার স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে ধানের শীষের প্রতি তাদের সমর্থন ও প্রত্যাশার কথা প্রকাশ করেন।

 

নেতৃবৃন্দ বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে জনগণের রায়েই ধানের শীষ বিজয়ী হবে এ বিশ্বাস তারা দৃঢ়ভাবে ধারণ করেন।

לא נמצאו הערות


News Card Generator