ভালুকায় পৃথক অভিযানে চুলাই মদ ও ইয়াবাসহ তিনজন গ্রেফতার..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
অভিযানে ৭ লিটার চুলাই মদ এবং ১০০ লিটার ওয়াশ (চুলাই মদ তৈরির উপকরণ) সহ একজনকে আটক করা হয়..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আজ ১০ মে ২০২৫ তারিখে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা তিনজনকে গ্রেফতার করেছে। অভিযানে বিপুল পরিমাণ চুলাই মদ, ইয়াবা ও চুলাই মদ তৈরির উপকরণ জব্দ করা হয়েছে।

ভালুকা থানার মুচার ভিটা এলাকায় পরিচালিত অভিযানে ৭ লিটার চুলাই মদ এবং ১০০ লিটার ওয়াশ (চুলাই মদ তৈরির উপকরণ) সহ একজনকে আটক করা হয়। অপর একটি অভিযান চালিয়ে বর্তা গ্রাম থেকে ৪ লিটার চুলাই মদ ও আরও ১০০ লিটার ওয়াশসহ আরেকজনকে গ্রেফতার করা হয়।

এছাড়া, ভালুকা পূর্বপাড়া এলাকায় পরিচালিত আরেকটি অভিযানে ১৮ পিস ইয়াবাসহ অপর একজনকে আটক করা হয়েছে।

গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় তিনটি পৃথক নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এসব অভিযান ভালুকা উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরিচালনা করে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, ভালুকা অঞ্চলে মাদক নির্মূল ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Walang nakitang komento