ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ভালুকা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিতে যোগদান করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিনজন তরুণ ছাত্র নেতা। তাঁদের নেতৃত্ব দেন সংগঠনের ময়মনসিংহ জেলার যুগ্ম সদস্য সচিব সানি আহম্মেদ।
যোগদান অনুষ্ঠানে সানি আহম্মেদ জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা সংস্কারমূলক কর্মসূচি তাঁকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছে। তিনি বলেন, “আমার পরিবার সবসময় বিএনপির আদর্শে বিশ্বাসী। আজ সেই আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে আমি ও আমার সহযোদ্ধারা এই দলে যোগ দিচ্ছি।”
নবাগতদেরকে ফুল-মাল্য পরিয়ে বরণ করে নেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সম্মানিত সদস্য এবং ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মামুন। তিনি সানিদের দলে যোগদানকে তরুণ নেতৃত্বের জন্য একটি নতুন আশার আলো হিসেবে অভিহিত করেন।
এই সময় উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা। সবাই নতুন সদস্যদের আন্তরিক অভিনন্দন জানান এবং ভবিষ্যতে দলীয় কর্মকাণ্ডে তাঁদের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।
বিএনপিতে তরুণ নেতৃত্বের এমন যোগদান রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।