close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ভালুকাবাসীর স্বপ্ন পূরণে এগিয়ে ইউএনও: আসছে মিনি এমিউজমেন্ট পার্ক, লাইব্রেরি ও ইনডোর স্টেডিয়াম..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
এক স্থানীয় বাসিন্দা বলেন, “ভালুকায় এমপি-মন্ত্রী-মেয়র বহু এলেন, কিন্তু এমন জনবান্ধব উদ্যোগ কেউ নিতে পারেননি। সদিচ্ছা আর নেতৃত্বের শক্তিই পারে বাস্তব কিছু করে দেখাতে। বর্তমান ইউএনও সেটাই করে দেখাচ্ছেন।”..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: বিনোদন থেকে বঞ্চিত ভালুকাবাসীর বহুদিনের প্রাণের দাবি এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে। শিশু-কিশোর থেকে শুরু করে বৃদ্ধ-বনিতার অবসর সময় কাটানোর জন্য ভালুকায় গড়ে তোলা হচ্ছে একটি পরিকল্পিত বিনোদনকেন্দ্র। উপজেলা প্রশাসনের সরাসরি উদ্যোগে আগামী ১৫ দিনের মধ্যে প্রকল্পটির নির্মাণকাজ শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।

প্রস্তাবিত এই কেন্দ্রটি শুধু একটি পার্ক নয়, বরং এটি হতে চলেছে একটি আধুনিক কমপ্লেক্স, যেখানে থাকবে, একটি মিনি এমিউজমেন্ট পার্ক, একটি উপজেলা লাইব্রেরি, একটি ইনডোর ব্যাডমিন্টন স্টেডিয়াম, ফ্লোটিং গোলঘর এবং বিস্তৃত ওয়াকওয়ে ও হাটার পথ।

ইউএনও হাসান আব্দুল্লাহ আল মাহমুদ এক বার্তায় জানান, “ভালুকাবাসীর জন্য এমন একটি জায়গার অভাব দীর্ঘদিন ধরেই অনুভব করেছি। সকলের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর বিনোদনের ব্যবস্থা করাই ছিল মূল লক্ষ্য। ইনশাআল্লাহ, কাজ শুরু হবে আগামী ১৫ দিনের মধ্যেই।”

এ নিয়ে ইতোমধ্যেই স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। এক স্থানীয় বাসিন্দা বলেন, “ভালুকায় এমপি-মন্ত্রী-মেয়র বহু এলেন, কিন্তু এমন জনবান্ধব উদ্যোগ কেউ নিতে পারেননি। সদিচ্ছা আর নেতৃত্বের শক্তিই পারে বাস্তব কিছু করে দেখাতে। বর্তমান ইউএনও সেটাই করে দেখাচ্ছেন।”

ইতোমধ্যে পার্কটির স্থান, লে-আউট ডিজাইন ও থ্রি-ডি মডেল প্রস্তুত করা হয়েছে। অচিরেই তা জনসমক্ষে প্রকাশ করা হবে বলে জানা গেছে। পুরো উদ্যোগটি বাস্তবায়নে সহযোগিতা করছে উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তর ও প্রকৌশল বিভাগ।

এই প্রকল্প বাস্তবায়িত হলে ভালুকাবাসীর অবসর সময় কাটানো, স্বাস্থ্য সচেতনতা, শিশুদের মানসিক বিকাশ এবং কিশোরদের খেলাধুলা—সব কিছুতেই ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Aucun commentaire trouvé