ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ভালুকা উপজেলার সর্বস্তরের শ্রমজীবী মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয়তাবাদী শ্রমিকদল, ভালুকা উপজেলা শাখার সাধারণ সম্পাদক এবং জাতীয়তাবাদী শ্রমিকদল, ময়মনসিংহ বিভাগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ্ মোঃ সুজন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদ-উল-আযহা সকলের জীবনে বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ। ভালুকা উপজেলার শ্রমজীবী মানুষের ঘরে ঘরে আসুক হাসি ও আনন্দ। আমি সকল শ্রমজীবী ভাই-বোনদের প্রতি আন্তরিক ভালোবাসা ও ঈদ মোবারক জানাই।”
তিনি আরও বলেন, দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি এই শ্রমিক শ্রেণি। তাদের কঠোর পরিশ্রমেই এগিয়ে যাচ্ছে দেশ। অথচ অধিকাংশ সময় তারা ন্যায্য মর্যাদা থেকে বঞ্চিত। পবিত্র ঈদের এই আনন্দঘন মুহূর্তে তিনি সমাজের বিত্তবান ও দায়িত্বশীলদের শ্রমিকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
শাহ্ মোঃ সুজন দীর্ঘদিন ধরে ভালুকা উপজেলার শ্রমজীবী জনগোষ্ঠীর অধিকার রক্ষা ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। রাজপথের আন্দোলন থেকে শুরু করে সামাজিক দায়বদ্ধতা-সব ক্ষেত্রেই তার সক্রিয় ভূমিকা রয়েছে।