ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ভালুকা উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত চলমান গণপরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচিতে গর্বিত ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে সমাজসেবামূলক প্রতিষ্ঠান এপেক্স ক্লাব অব ভালুকা। ক্লাবটির সদস্যরা সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে পরিচ্ছন্নতা এবং পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেন।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, যিনি নিজে নেতৃত্ব দিয়ে স্বেচ্ছাসেবীদের সঙ্গে একত্রে কাজ করেন। এপেক্স ক্লাব অব ভালুকার পক্ষ থেকে উপস্থিত ছিলেন ক্লাবের নেতৃবৃন্দসহ সদস্যরা।
ক্লাবের পক্ষ থেকে আহসান বাবু বলেন, “আমরা সবসময় সময়োপযোগী ও জনস্বার্থসংশ্লিষ্ট সামাজিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিতে বদ্ধপরিকর। ভালুকার পরিবেশ রক্ষায় এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এবং এপেক্স ক্লাব ভবিষ্যতেও এ ধরনের কর্মকাণ্ডে পাশে থাকবে।”
বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ক্লাবের সদস্যরা গুরুত্বপূর্ণ স্থানে গাছ রোপণ করেন এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয়দের মাঝে পরিবেশবান্ধব বার্তা পৌঁছে দেন। পাশাপাশি পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ক্লাবের সদস্যরা পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন।
উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে স্থানীয়রা বলেন, “এপেক্স ক্লাব অব ভালুকা বরাবরই মানবিক ও সমাজকল্যাণমূলক কাজে অগ্রগামী। তাদের এমন অংশগ্রহণে তরুণদের মাঝে সচেতনতা ও উদ্দীপনা তৈরি হচ্ছে।”
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের গণপরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রম চলমান থাকবে এবং স্থানীয় বিভিন্ন সংগঠনের সহযোগিতায় আরও ব্যাপকভাবে সম্প্রসারিত হবে।