ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার কাচিনা গ্রামে এক ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী এক নারীসহ ৮ সদস্যের সশস্ত্র দল সোমবার ০৭ এপ্রিল রাতে স্থানীয় এক পরিবারের গৃহকর্ত্রীকে দড়ি দিয়ে বেঁধে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। ভালুকা মডেল থানায় ইতিমধ্যে এ ঘটনায় অভিযোগ দাখিল করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাচিনা গ্রামের বাসিন্দা ট্রাক চালক মো. ইব্রাহিম মিয়ার স্ত্রী সখিনা আক্তার (৪৫) বাড়িতে একা থাকাকালীন সোমবার রাত সাড়ে ৯টার দিকে এই হামলা চালায় দুর্বৃত্তরা। সখিনা আক্তার জানান, তিনি ঘর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই মুখোশ পরা এক নারী ও ৮ জন পুরুষ তাকে জোরপূর্বক ঘরে ঢুকে দড়ি দিয়ে বেঁধে ফেলে। এরপর দলটি স্টিলের আলমারি ভেঙে প্রায় ২ ভরি স্বর্ণালঙ্কার এবং ১ লক্ষ ৭৫ হাজার টাকা নগদ লুট করে নিয়ে যায়। ঘর থেকে বের হওয়ার আগে তারা সখিনাকে হত্যার হুমকি দিয়ে যায়।
সখিনা আক্তার আরো বলেন, “ওরা আমার মুখে কাপড় চাপা দিয়ে হাত-পা বেঁধে ফেলে। একজন মহিলা সদস্য আমার গলার চেইন ও হাতের বালা খুলে নেয়। আমি চিৎকার করতে পারিনি। ওরা টাকা-গয়নার পাশাপাশি আমার মোবাইল ফোনও নিয়ে যায়।”
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুল হুদা ঘটনাটি নিশ্চিত করে বলেন, “অভিযোগের ভিত্তিতে দ্রুততম সময়ে তদন্ত শুরু করা হয়েছে। সিসি ক্যামেরা ফুটেজ ও স্থানীয় সাক্ষীদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।” তিনি এলাকাবাসীকে সচেতন থাকতে ও নিরাপত্তা জোরদারের পরামর্শ দেন।
ভালুকায় সশস্ত্র ডাকাতি: মুখোশধারী নারী নেতৃত্বে দলবল গৃহকর্ত্রীকে বেঁধে লুট..
Tidak ada komentar yang ditemukan



















