ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা মণ্ডলীর সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক মরহুম জাফরুল হাসানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ভালুকা উপজেলা ও পৌর শ্রমিকদলের যৌথ উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়া, বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
মাহফিলে ভালুকা উপজেলা ও পৌর শ্রমিকদলের নেতাকর্মীরা উপস্থিত থেকে মরহুম জাফরুল হাসানের আত্মার শান্তি, জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন। অনুষ্ঠানে কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিলের পাশাপাশি জাতীয় নেতাদের অবদান স্মরণ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ভালুকা উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক শাহ্ মোঃ সুজন। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি সোহাগ সরকার, ভালুকা পৌর শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি মাহাবুল আলম মোল্লা, ভালুকা পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, তাজউদ্দিন আহমেদ, শরিফুল ইসলাম খান, তাইবুল বারী আরিফ, মাহাবুল ফকির, হাফিজুল ইসলাম জাহিদুল ইসলাম জনি, আরিফ মোল্লা, শেখ আলামিন প্রমুখ।
শাহ্ মোঃ সুজন তার বক্তব্যে বলেন, "মরহুম জাফরুল হাসান শ্রমিকদের অধিকার আদায়ে আজীবন সংগ্রাম করে গেছেন। তার আদর্শকে ধারণ করে আমরা শ্রমিক আন্দোলনকে আরও শক্তিশালী করব।"
অন্যান্য নেতৃবৃন্দ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের গণতান্ত্রিক ভিশন এবং বেগম খালেদা জিয়ার আপোসহীন নেতৃত্বের প্রতি শ্রদ্ধা জানান।
অনুষ্ঠান শেষে শহীদ জিয়ার রুহের মাগফিরাত, খালেদা জিয়ার সুস্থতা এবং জাফরুল হাসানসহ সকল শহীদ নেতাকর্মীর আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।