ভালুকায় শ্রমিকদের সড়ক অবরোধে তীব্র যানজট, অসুস্থ রোগীসহ যাত্রীরা চরম ভোগান্তিতে..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
অবরোধের ফলে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। বিশেষ করে দূরপাল্লার বাস, অ্যাম্বুলেন্স ও ব্যক্তিগত যানবাহনে থাকা যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থাকেন।..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: সোমবার (১২ মে) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার কাঁঠালী এলাকায় দুই ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেন রোর ফ্যাশন লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা। দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচির কারণে মহাসড়কের দুই পাশে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। এতে আটকে পড়ে অসংখ্য যাত্রীবাহী ও মালবাহী যানবাহন।

বেলা ১২টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলা এই অবরোধের ফলে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। বিশেষ করে দূরপাল্লার বাস, অ্যাম্বুলেন্স ও ব্যক্তিগত যানবাহনে থাকা যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থাকেন। এতে করে অসুস্থ রোগীসহ নারী, শিশু ও বয়স্করা পড়ে বিপাকে।

একজন পথযাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, “রাস্তা আটকিয়ে আমাদের কেন এত কষ্ট দিচ্ছে? অসুস্থ রোগী নিয়ে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে আছি, রোগীর অবস্থা আশঙ্কাজনক হয়ে উঠছে। এ থেকে মুক্তি কোথায়?”

শ্রমিকদের দাবি, দীর্ঘদিন ধরে তাদের বেতন, ওভারটাইম ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান নিয়ে কারখানা কর্তৃপক্ষের অবহেলা চলছিল। একাধিকবার আলাপ-আলোচনার চেষ্টা করেও সমস্যার সমাধান না হওয়ায় বাধ্য হয়ে তারা সড়ক অবরোধে যান।

ভালুকার ভরাডোবা হাইওয়ে থানার ওসি মো. জাহাঙ্গীর আলম জানান, গত মার্চ মাসে কারখানাটি লে অফ ঘোষণা করা হয়। পরে শ্রমকিদের এক মাসের বেতনও পরিশোধ করা হয়েছিল। অন্য বকেয়া বেতন ও ঈদ বোনাসের জন্য তারা মহাসড়ক অবরোধ করেন। কারখানার সামনে তারা ঘেরাও কর্মসূচি পালন করবেন বলে মহাসড়ক ছেড়ে দেন।

Ingen kommentarer fundet


News Card Generator