close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

ভালুকায় সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ–স্বর্ণালংকার লুট..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
ঘটনায় ক্ষতিগ্রস্ত সাংবাদিক এহসান হাবীব বাপ্পী, সিএসবিনিউজ ইউএসএ’র সিনিয়র করেসপন্ডেন্ট। কর্মসূত্রে তিনি ঢাকায় থাকেন এবং তার ছোট ভাই ভালুকা উপজেলা শহরে। বাড়িতে ছিলেন শুধু তাদের বাবা। ওই সময় সাংবাদিকের ম..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় এক সাংবাদিকের গ্রামের বাড়িতে পরিকল্পিত দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে ভালুকা উপজেলার গ্রামে বাড়িতে এই ডাকাতি সংঘটিত হয়। ঘটনাটি স্থানীয় এলাকায় ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে।

ঘটনায় ক্ষতিগ্রস্ত সাংবাদিক এহসান হাবীব বাপ্পী, সিএসবিনিউজ ইউএসএ’র সিনিয়র করেসপন্ডেন্ট। কর্মসূত্রে তিনি ঢাকায় থাকেন এবং তার ছোট ভাই ভালুকা উপজেলা শহরে। বাড়িতে ছিলেন শুধু তাদের বাবা। ওই সময় সাংবাদিকের মা তার বৃদ্ধ মাকে দেখতে বাপের বাড়িতে ছিলেন। পুরো বাড়ি প্রায় ফাঁকা জেনে দুর্বৃত্তরা সুযোগ নেয়।

পরিবারের ধারণা, সন্ধ্যার পর থেকেই একাধিক চোর ঘরের ভেতরে লুকিয়ে ছিল। গভীর রাতে তারা বাড়ির প্রতিটি কক্ষ তছনছ করে নগদ পাঁচ লাখ টাকার বেশি অর্থ, তিনভরির বেশি স্বর্ণালংকার, মূল্যবান কাপড়সহ আরও কিছু দামি সামগ্রী লুট করে নিয়ে যায়।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে সাম্প্রতিক সময়ে ভালুকা এলাকায় চুরি-ডাকাতির ধারাবাহিকতা বাড়লেও প্রশাসনের তেমন কোনো দৃশ্যমান অগ্রগতি নেই বলে স্থানীয়রা অভিযোগ করছেন।

এহসান হাবীব বাপ্পী সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে লিখেছেন, গতরাতে আমার গ্রামের বাড়িতে পরিকল্পিত চুরি হয়েছে। বাবা ছাড়া ঘরে কেউ ছিল না। দুর্বৃত্তরা সবকিছু ওলট-পালট করে মূল্যবান সম্পদ নিয়ে গেছে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator