ভালুকা পৌরসভার ০১ নম্বর ওয়ার্ডে আলহাজ্ব হাতেম খানের নেতৃত্বে ধানের শীষের পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা..

ইমন সরকার avatar   
ইমন সরকার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের ভালুকা পৌরসভার ০১ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতীক ধানের শীষের পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা চালানো হয়েছে।..

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের ভালুকা পৌরসভার ০১ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতীক ধানের শীষের পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা চালানো হয়েছে।

 

শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত এই প্রচারণায় নেতৃত্ব দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান। এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জহির রায়হান, পৌর বিএনপির সদস্য আমিনুল ইসলাম পাপ্পু পাশাপাশি ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

প্রচারণাকালে নেতৃবৃন্দ ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লার সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন, ভোটারদের খোঁজখবর নেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান।

 

এসময় আলহাজ্ব হাতেম খান বলেন, “নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ধানের শীষ বিজয়ী হলে দেশ উন্নয়নের পথে ধাবিত হবে। ধর্ম-বর্ণ দলমত নির্বিশেষে সকল শ্রেণি পেশার মানুষ আমাদের সাথে রয়েছে।”

 

তিনি আরও বলেন, "আপনারা ১৭ বছর ভোট দিতে পারেন নাই। আপনারা ঐক্যবদ্ধভাবে ভোটকেন্দ্রে যাবেন এবং ধানের শীষকে বিজয়ী করে ঘরে ফিরবেন ইনশাআল্লাহ।"

 

স্থানীয় জনগণ প্রচারণায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং বিএনপির প্রতি তাদের সমর্থন ও ভালোবাসা প্রকাশ করেন। অনেক ভোটার বলেন, বর্তমান সংকটময় সময়ে দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় বিএনপির বিকল্প নেই।

 

প্রচারণা শেষে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, ভালুকা পৌরসভার ০১ নম্বর ওয়ার্ডসহ পুরো পৌরসভায় ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে এবং জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে।

Nessun commento trovato


News Card Generator