close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

ভালুকায় পহেলা বৈশাখ উদযাপনে প্রস্তুতি সম্পন্ন, থাকছে বর্ণাঢ্য আয়োজন ও র‍্যাফেল ড্র....

ইমন সরকার avatar   
ইমন সরকার
ভালুকায় পহেলা বৈশাখ উদযাপনে প্রস্তুতি সম্পন্ন, থাকছে বর্ণাঢ্য আয়োজন ও র‍্যাফেল ড্র....

ইমন সরকার, ভালুকা উপজেলা প্রতিনিধি

 

 পহেলা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে ভালুকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

 

সোমবার, ১৪ এপ্রিল, নববর্ষ উদযাপন উপলক্ষে ভালুকা সরকারি কলেজ মাঠে দিনব্যাপী নানা রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য কর্মসূচি।

 

দিনটি শুরু হবে সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার মাধ্যমে, যা শেষ হবে ভালুকা সরকারি কলেজ প্রাঙ্গণে।

 

পরে নামাজ ও মধ্যাহ্ন ভোজের বিরতি সহ সকাল ১০টা হতে বিকাল ৫টা পর্যন্ত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেল ৫টা ৩০ মিনিটে সভাপতির বক্তব্যের মাধ্যমে মেলার প্রথম দিনের আনুষ্ঠানিকতা শেষ হবে।

 

মেলার দ্বিতীয় দিনেও থাকবে উৎসবমুখর পরিবেশ। বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে আকর্ষণীয় পুরস্কারে ভরপুর র‍্যাফেল ড্র। এতে ১ম পুরস্কার হিসেবে থাকছে একটি ফ্রিজ, ২য় পুরস্কার একটি এলইডি টিভি এবং ৩য় পুরস্কার একটি স্মার্ট ফোন। মোট ৩০টি আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে এই র‍্যাফেল ড্র-র মাধ্যমে।

 

পরে সভাপতি দ্বিতীয় দিনের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে মেলাটির সমাপ্তির কথা রয়েছে।

 

মেলার ব্যাপ্তি ও জনসমাগমের বিষয়টি মাথায় রেখে উপজেলা প্রশাসন গ্রহণ করেছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। প্রয়োজনীয় সংখ্যক সেনাবাহিনীর সদস্য, পুলিশ বাহিনী ও আনসার সদস্য মোতায়েন থাকবে। পুরো মাঠ ও এর আশপাশের এলাকা সিসি ক্যামেরার আয়তায় আনা হচ্ছে, যাতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা যায়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ নববর্ষের এই আনন্দময় আয়োজনে ভালুকার সর্ব সাধারণের আমন্ত্রণ জানান এবং সার্বিক শৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন।

Ingen kommentarer fundet