ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলায় একটি শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে স্থানীয়রা গণপিটুনি দেওয়ার পর পুলিশের হাতে তুলে দেয়। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে উপজেলার উথুরা ইউনিয়নের হাতিবেড় গ্রামে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ৫ বছর বয়সী এক শিশু তার বাড়ির পাশে এমরান মিয়ার মাছের খামার সংলগ্ন এলাকায় একা খেলছিল। এ সময় হাতিবেড় গ্রামের আব্দুল কাদেরের পুত্র আনারুল ইসলাম (৩৬) শিশুটিকে গাছ থেকে তেতুল পেড়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি পরিত্যক্ত স্থানে নিয়ে যায়। সেখানে সে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করলে শিশুর চিৎকার শুনে পথচারীরা ঘটনাস্থলে এগিয়ে আসেন। এতে আনারুল ইসলাম পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে খুঁজে বের করে গণপিটুনি দেয় এবং পুলিশে সোপর্দ করে।
ভালুকা মডেল থানার ওসি শামছুল হুদা খান নিশ্চিত করে জানান, আনারুল ইসলামকে গ্রেফতার দেখিয়ে মামলায় আইনি প্রক্রিয়া চলছে। শিশুটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আহত আনারুলকে প্রথমে ভালুকা সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরবর্তীতে গুরুতর অবস্থার কারণে ময়মনসিংহ মেডিকেলে রেফার করা হয়।
শিশুটির বড় ভাই মবিন হোসাইন রামীম ভালুকা মডেল থানায় ধর্ষণের চেষ্টার অভিযোগে (মামলা নম্বর: ১৪) মামলা দায়ের করেছেন। পুলিশ জানায়, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ ও তদন্ত চলমান রয়েছে।
ঘটনাটি এলাকায় তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দারা শিশুটির পরিবারের পাশে থাকার পাশাপাশি দ্রুত বিচার দাবি করেছেন। আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে ঘটনার তদন্তে জোরালো ভূমিকা রাখার অনুরোধ জানানো হয়েছে।