ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা-২০২৫ উপলক্ষে ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত বিজ্ঞান প্রকল্প উপস্থাপনা প্রতিযোগিতায় জেলার সেরা হয়েছে ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের ক্ষুদে বিজ্ঞানীরা। বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর চিন্তা, উদ্ভাবনী শক্তি ও প্রজেক্ট উপস্থাপনায় দক্ষতার প্রমাণ রেখে তারা প্রতিযোগিতার জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “এই সাফল্য আমাদের শিক্ষার্থীদের মেধা ও নিষ্ঠার প্রতিফলন। তারা আমাদের গর্ব।” তিনি আরও জানান, এই অর্জন আগামীতেও তাদের বিজ্ঞানমনস্কতা ও উদ্ভাবনী প্রতিভা বিকাশে উৎসাহ দেবে।
জেলা প্রশাসনের তত্ত্বাবধানে আয়োজিত এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন বিদ্যালয় অংশগ্রহণ করে। ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের এই সাফল্য শুধু বিদ্যালয় নয়, পুরো ভালুকা উপজেলার জন্যই এক অনন্য গর্বের বিষয়।
বিজয়ী শিক্ষার্থীদের আগামীতে বিভাগীয় ও জাতীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য প্রস্তুত করা হচ্ছে।