ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে ময়মনসিংহ-১১ ভালুকা আসনে ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. জাহিদুল ইসলামের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে স্থাপিত একটি বিলবোর্ড ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে জনসাধারণের চলাচলে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভালুকা উপজেলার সিডস্টোর এলাকায় স্থাপিত একটি নির্বাচনী বিলবোর্ড কে বা কারা নষ্ট করার চেষ্টা করে। এতে বিলবোর্ডটি ক্ষতিগ্রস্ত হয়ে তার নির্ধারিত অবস্থান থেকে সরে গিয়ে রাস্তা দিয়ে চলাচলকারী মানুষের জন্য ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে থাকে।
ঘটনাটি নজরে আসার সঙ্গে সঙ্গে ডা. জাহিদুল ইসলাম নিজে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত বিলবোর্ডটি সরিয়ে ফেলেন। এতে সম্ভাব্য দুর্ঘটনা থেকে সাধারণ মানুষ রক্ষা পায়।
এ বিষয়ে ডা. জাহিদুল ইসলাম বলেন, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আইন মেনে আমাদের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড স্থাপন করা হচ্ছে। কিন্তু পরিকল্পিতভাবে একটি বিলবোর্ড নষ্ট করে জনসাধারণের জন্য ঝুঁকি তৈরি করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। বিলবোর্ডটি ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে সাধারণ মানুষের মাঝে যে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে, সে জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
তিনি আরও বলেন, যারা এই বিলবোর্ডটি ক্ষতিসাধন করে জনসাধারণের জীবন ঝুঁকির মুখে ফেলেছে, তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।



















