close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ভালুকায় মোটরসাইকেলের ধাক্কায় এক নারীর মর্মান্তিক মৃত্যু..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
রইজান খাতুন ভালুকা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড পূর্বভালুকার মৃত মনু বেপারীর মেয়ে। তিনি পৌর এলাকায় গৃহকর্মীর কাজ করতেন।..
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় দ্রুত গতির মোটরসাইকেলের ধাক্কায় রইজান খাতুন (৫০) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
 
উপজেলার রাংচাপড়া এলাকায় ভালুকা-গফরগাঁও সড়কে এই দুর্ঘটনা ঘটেছে। মোটরসাইকেল জব্দ, চালক পলাতক রয়েছে।

নিহত রইজান খাতুন ভালুকা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড পূর্বভালুকার মৃত মনু বেপারীর মেয়ে। তিনি পৌর এলাকায় গৃহকর্মীর কাজ করতেন।

স্থানীয় সূত্র জানায়, বুধবার ( ১৬ এপ্রিল) সন্ধ্যা ছয়টার দিকে রাস্তা পারাপারের সময় দ্রুত গতির একটি মোটরসাইকেল স্বজোরে রইজানকে ধাক্কা দেয়। এতে সে গুতরত আহত হয়। পরে স্থানীয়রা আহত রইজানকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ভালুকা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেলটি জব্দ করে স্থানীয় মন্টু মেম্বারের জিম্মায় রাখে।মোটরসাইকেলের চালক পলাতক থাকায় আটক করা যায়নি।

এবিষয়ে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ সামছুল হুদা খান জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে, মোটরসাইকেল জব্দ রয়েছে। চালক রাফছান আহত হয়েছে। এ ঘটনায় এখনো মামলা দায়ের করা হয়নি।

 

 
 
לא נמצאו הערות