close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ভালুকা মহাসড়কের ডিভাইডারের গাছ পথচারী ও শিক্ষার্থীদের জন্য মরণফাঁদ, সড়ক ও জনপথ অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ!..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
বিশেষ করে সকাল ও দুপুরের সময় স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কারখানার শ্রমিক এবং সাধারণ পথচারীরা সড়ক পারাপারের সময় চরম ভোগান্তিতে পড়ছেন। দ্রুতগতির যানবাহনের চাপের মধ্যে ডিভাইডারের গাছগুলো দৃষ্টিসীমা আড়াল ক..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ–ঢাকা মহাসড়কের ভালুকা অংশে সড়ক বিভাজকের (ডিভাইডার) ওপর থাকা ঘন ও অপরিকল্পিত গাছপালা এখন পথচারী ও শিক্ষার্থীদের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, এসব গাছের ডালপালা অনেক জায়গায় রাস্তার দিকে ঝুঁকে রয়েছে, কোথাও আবার ডিভাইডার ভেঙে বের হয়ে এসেছে শক্ত গাছের গোঁড়া। এতে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে।

বিশেষ করে সকাল ও দুপুরের সময় স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কারখানার শ্রমিক এবং সাধারণ পথচারীরা সড়ক পারাপারের সময় চরম ভোগান্তিতে পড়ছেন। দ্রুতগতির যানবাহনের চাপের মধ্যে ডিভাইডারের গাছগুলো দৃষ্টিসীমা আড়াল করছে, ফলে হঠাৎ গাড়ি সামনে চলে আসায় ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। রাতের বেলায় আলো স্বল্পতার কারণে ঝুঁকি আরও বেড়ে যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, ইতোমধ্যে কয়েকটি স্থানে গাছের ডাল ভেঙে রাস্তায় পড়ে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করেছে। বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই এসব গাছের কাটিং ও ছাঁটাই করা জরুরি। তাদের দাবি, পরিবেশ রক্ষার সঙ্গে সঙ্গে জননিরাপত্তাও নিশ্চিত করতে হবে।

এ বিষয়ে অভিভাবকরাও উদ্বেগ প্রকাশ করে বলেন, প্রতিদিন সন্তানদের স্কুলে পাঠাতে ভয় কাজ করে। সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) যদি দ্রুত পদক্ষেপ না নেয়, তাহলে যে কোনো সময় প্রাণঘাতী দুর্ঘটনা ঘটতে পারে।

এলাকাবাসী ও সচেতন মহল অবিলম্বে ভালুকা মহাসড়কের ডিভাইডারে থাকা ঝুঁকিপূর্ণ গাছগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় কাটিং ও রক্ষণাবেক্ষণের জন্য সড়ক ও জনপথ অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

 
 
Geen reacties gevonden


News Card Generator