ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার নতুন বাসস্ট্যান্ড এলাকার বিষ্ণুপদ সাহার বাড়িতে আয়োজিত লীলা কীর্তন অনুষ্ঠানে ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাখাওয়াত হোসেন পাঠানসহ একাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
১৪ মে, বুধবার বিকালে আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে শাখাওয়াত হোসেন পাঠান ছাড়াও উপস্থিত ছিলেন ভালুকা বাজার মৎস্য আড়ত মালিক সমিতির নেতা সমর পাঠান। উভয়েই অনুষ্ঠানস্থলে গিয়ে বিষ্ণুপদ সাহাসহ আয়োজকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং লীলা কীর্তনের পরিবেশ ও আয়োজনের প্রশংসা করেন।
এই সময় নেতৃবৃন্দ বলেন, ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সকল সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণ সমাজে সম্প্রীতি ও শান্তির বার্তা বহন করে। তাঁরা সকলের মঙ্গল কামনা করেন এবং এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি এলাকার ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে। লীলা কীর্তনে সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।
		
				
			


















