close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

ভালুকায় লায়ন্স ক্লাবের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প, চিকিৎসা পেলেন শত শত রোগী..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
লায়ন্স ক্লাবের রিজিয়ন চেয়ারপার্সন ও ভালুকার ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারের কৃতি সন্তান লায়ন আলহাজ্ব আসাদুজ্জামান চৌধুরী মাসুদ বলেন, “মানুষের জন্য কাজ করাই আমাদের ব্রত। এই চক্ষু ক্যাম্পে সম্পূর্ণ বিনামূল্য..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা পৌর সদরের পাঠশালা আদর্শ বিদ্যানিকেতন মাঠে লায়ন্স ঢাকা উত্তরা নর্থ ক্লাবের উদ্যোগে ও পৌর মেয়র পদপ্রার্থী লায়ন আলহাজ্ব আসাদুজ্জামান চৌধুরী মাসুদের সার্বিক তত্ত্বাবধানে একদিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল থেকে শুরু হওয়া এ ক্যাম্পে চার শতাধিক রোগী বিনামূল্যে চোখের চিকিৎসা, ওষুধ, চশমা এবং ছানি-নেত্রনালীর অপারেশনের জন্য প্রাথমিক সেবা গ্রহণ করেন।

লায়ন্স ক্লাবের রিজিয়ন চেয়ারপার্সন ও ভালুকার ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারের কৃতি সন্তান লায়ন আলহাজ্ব আসাদুজ্জামান চৌধুরী মাসুদ বলেন, “মানুষের জন্য কাজ করাই আমাদের ব্রত। এই চক্ষু ক্যাম্পে সম্পূর্ণ বিনামূল্যে ওষুধ, চশমা, লেন্সসহ ছানি ও নেত্রনালীর অপারেশনের সেবাও প্রদান করা হচ্ছে।” তিনি আরও জানান, “ভবিষ্যতে এই ধরনের সেবামূলক কার্যক্রম নিয়মিতভাবে চলমান থাকবে।”

ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মো. শফিউল আলম শামীম। এছাড়াও উপস্থিত ছিলেন, জোন চেয়ারপার্সন লায়ন মোস্তাফিজুর রহমান মামুন, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন কাজী তারিকুল ইসলাম, লায়ন মো. লতিফ সিদ্দিকী, লায়ন মো. আব্দুর রাজ্জাক, ক্লাব প্রেসিডেন্ট ও জোন চেয়ারপার্সন লায়ন মো. নিজাম উদ্দিন, ক্লাব সেক্রেটারি ও ডিস্ট্রিক্ট কো-চেয়ারপার্সন লায়ন মো. শামীম খান, ক্লাব ট্রেজারার লায়ন অর্ণা হক, জোন চেয়ারপার্সন ফয়সাল হাসান, শেখ জহিরুল ইসলাম সুমন প্রমুখ।

চোখের নানা সমস্যায় ভোগা সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই চক্ষু শিবিরে অংশ নেন। স্থানীয়দের ভাষ্যমতে, “এই ধরনের ক্যাম্প শুধুমাত্র চিকিৎসা নয়, মানবিক মূল্যবোধের প্রতিফলন।” আয়োজকরা জানান, সফলভাবে এই ক্যাম্প আয়োজনের পর আরও বড় পরিসরে ভবিষ্যতে সেবামূলক কর্মসূচির পরিকল্পনা রয়েছে।

Nenhum comentário encontrado


News Card Generator