ভালুকা কলেজ এলাকা মুক্ত হবে জলাবদ্ধতা থেকে, শুরু হচ্ছে কাজ: ইউএনও..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
ইউএনওর মতো প্রশাসনিক কর্মকর্তা থাকলে জনগণ নিজেদের নিরাপদ ও সম্মানিত মনে করে। যেকোনো সমস্যায় তিনি ছুটে আসেন, কথা বলেন, সমাধানের পথ খোঁজেন-এটাই আমাদের জন্য বড় ভরসা।”..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ভালুকা সরকারি কলেজ সংলগ্ন এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল উঠে আসার পর, তাৎক্ষণিক উদ্যোগ নেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ। আজ ১ জুন সকালে তিনি সরেজমিনে এলাকা পরিদর্শন করেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন। তিনি জলাবদ্ধতা সমস্যার প্রকৃত চিত্র সরাসরি প্রত্যক্ষ করেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।

ইউএনও হাসান আব্দুল্লাহ আল মাহমুদ জানান, “এই এলাকার জলাবদ্ধতা সমস্যার বিষয়টি আমাকে অবগত করার পরপরই আমি তা গুরুত্বের সঙ্গে গ্রহণ করি। আগামীকাল থেকেই পানি নিষ্কাশনের কাজ শুরু হবে। ইনশাআল্লাহ, যত দ্রুত সম্ভব সমস্যার স্থায়ী সমাধান নিশ্চিত করা হবে।”

তার এই মানবিক ও দায়িত্বশীল আচরণে স্থানীয় জনগণ গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সাধারণ জনগণের মতে, “ইউএনওর মতো প্রশাসনিক কর্মকর্তা থাকলে জনগণ নিজেদের নিরাপদ ও সম্মানিত মনে করে। যেকোনো সমস্যায় তিনি ছুটে আসেন, কথা বলেন, সমাধানের পথ খোঁজেন-এটাই আমাদের জন্য বড় ভরসা।”

উল্লেখ্য, ইউএনও হাসান আব্দুল্লাহ আল মাহমুদ ইতিপূর্বেও ভালুকা উপজেলার বিভিন্ন সমস্যা ও সংকটে স্বপ্রণোদিত হয়ে কাজ করেছেন। রাস্তা-ঘাট উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানে মনিটরিং, ভোক্তা অধিকার সংরক্ষণ, পরিবেশ রক্ষা থেকে শুরু করে সামাজিক সচেতনতা কার্যক্রমে তিনি অগ্রণী ভূমিকা রেখে চলেছেন।

ভালুকার জনগণ বিশ্বাস করেন, এই ধারাবাহিকতা থাকলে উপজেলার সার্বিক উন্নয়ন ও জনসেবায় নতুন দৃষ্টান্ত স্থাপন করা সম্ভব।

Nema komentara