ভালুকায় ক্বওমী মাদরাসা সংবর্ধনায় মোস্তাফিজুর রহমান মামুন..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মামুন বলেন, “ক্বওমী শিক্ষার উন্নয়ন ও বিস্তারে এমন আয়োজন খুবই গুরুত্বপূর্ণ।..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ভালুকায় ক্বওমী মাদরাসা শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত। 

মাদ্ররাসাতু রওজাতুস সুন্নাহ আল আরাবিয়া ২০২৪-২৫ ইং শিক্ষাবর্ষে ক্বওমী মাদরাসা শিক্ষা বোর্ডের মেধা স্থান অধিকারী শিক্ষার্থীদের সম্মাননা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান এবং অভিভাবক সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মামুন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক, শিক্ষক এবং ছাত্রগণ।

বিশেষ অতিথির বক্তব্যে আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মামুন বলেন, “ক্বওমী শিক্ষার উন্নয়ন ও বিস্তারে এমন আয়োজন খুবই গুরুত্বপূর্ণ। মেধাবী শিক্ষার্থীদের প্রণোদনা ও উৎসাহ দিতে এধরনের অনুষ্ঠান আরও বেশি হওয়া উচিত। আমি ব্যক্তিগতভাবে ক্বওমী শিক্ষার উন্নয়নে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছি।” পাশাপাশি অভিভাবকদের দিকনির্দেশনামূলক বক্তব্যে শিক্ষার্থীদের আগামী দিনের পথচলা আরও সহজ ও উজ্জ্বল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

দিনব্যাপী এ অনুষ্ঠানে দোয়া-মুনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।

Nessun commento trovato


News Card Generator