close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

ভালুকা ইউএনও হাসান আবদুল্লাহর জন্মদিনে সামাজিক মাধ্যমে শুভেচ্ছার জোয়ার..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
এএস সাব্বির হোসেন সাদিন লিখেছেন, “আপনার সাহসী নেতৃত্ব, মানবিক দৃষ্টিভঙ্গি এবং নিরলস পরিশ্রমে বদলে যাচ্ছে আমাদের প্রিয় ভালুকা। আপনি ভালুকার মানুষের হৃদয়ের এক বিশেষ স্থান জয় করে নিয়েছেন। আল্লাহ্ তায..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ভালুকা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসান আবদুল্লাহ আল মাহমুদের জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার (১২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও শ্রদ্ধা জানিয়ে একাধিক বার্তা ছড়িয়ে পড়ে। স্থানীয় বিভিন্ন সংগঠন, জনপ্রতিনিধি, সমাজকর্মী ও সচেতন নাগরিকদের বার্তায় উঠে এসেছে তাঁর সাহসী নেতৃত্ব, মানবিক মূল্যবোধ ও উন্নয়নমুখী কর্মকাণ্ডের প্রশংসা।

হবিরবাড়ী ব্লাড ডোনার্স সোসাইটি ফেসবুক বার্তায় লেখে, “আপনার নেতৃত্ব, নিষ্ঠা এবং জনকল্যাণে নিরলস পরিশ্রম আমাদের জন্য অনুপ্রেরণা। আপনি যেভাবে মানুষের পাশে দাঁড়ান, ন্যায়ের পক্ষে কথা বলেন এবং প্রশাসনিক দায়িত্ব সঠিকভাবে পালন করেন, তা আমাদের গর্বিত করে।”

তারুণ্যের আলো স্বেচ্ছাসেবী সংগঠনও একইরকম বার্তায় ইউএনও’র উন্নয়ন-মনস্ক, জনবান্ধব কর্মশৈলীর প্রতি শ্রদ্ধা জানিয়ে লেখে,
“আপনার হাত ধরেই আমাদের সমাজ এগিয়ে যাক উন্নয়নের পথে। শুভ জন্মদিন ও অফুরন্ত শুভেচ্ছা, প্রিয় স্যার!”

স্থানীয় তরুণ রেজোয়ান তুষার লিখেছেন, “শুভ জন্মদিন ভালুকার ডায়নামিক ইউএনও ও উপজেলা প্রশাসক হাসান আব্দুল্লাহ আল মাহমুদ স্যার। মহান আল্লাহ আপনাকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুক।”

জহিরুল ইসলাম বলেন, “মহান রব আপনাকে নেক হায়াত দান করুন। সত্য ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের তাওফিক দান করুন।”

 এএস সাব্বির হোসেন সাদিন লিখেছেন, “আপনার সাহসী নেতৃত্ব, মানবিক দৃষ্টিভঙ্গি এবং নিরলস পরিশ্রমে বদলে যাচ্ছে আমাদের প্রিয় ভালুকা। আপনি ভালুকার মানুষের হৃদয়ের এক বিশেষ স্থান জয় করে নিয়েছেন। আল্লাহ্ তায়ালা আপনার জীবনকে করুন আরও সমৃদ্ধ ও কল্যাণময়।”

মোহাম্মদ আক্কাস আলী লেখেন, “ভালুকার গর্ব, মানুষের আশার প্রদীপ, সততা, সাহস ও মানবতার পথ চলার অনুপ্রেরণা আপনি। আপনার হাতে ভালুকা হোক সুশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত।”

এমডি মফিজুল ইসলাম এবং এমডি সফিকুল ইসলাম একইভাবে ইউএনও’র সাহসী নেতৃত্ব ও মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তাঁদের মতে, “ভালুকা আজ পরিবর্তনের পথে, আর এই পরিবর্তনের কারিগর ইউএনও স্যার।”

রায়হান খান আরও সংবেদনশীলভাবে মন্তব্য করেন, “ঋণী হয়েই তো গেছি, ভালুকাবাসীর দোয়ার বরকতের বদৌলতে যদি কিছু ঋণ শোধ করা যায়। আল্লাহ আপনার নেক হায়াত দান করুন।”

শাহাদাত হোসেন মানিক বলেন, অল্প কয়েকদিনেই আপনি ভালুকার চিত্র পরিবর্তন করে দিয়েছেন। আপনার রাতদিনের ক্লান্তিহীন পরিশ্রম ভালুকাবাসী আজীবন শ্রদ্ধার সঙ্গে মনে রাখবে।”

Ingen kommentarer fundet