ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ফিলিস্তিনে ইসরাইলের সাম্প্রতিক হামলা ও বর্বরতার প্রতিবাদে এবং ইসরাইলি পণ্য বয়কটের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভালুকা শাখা ও ইত্তেফাকুল উলামার যৌথ আয়োজনে সোমবার বিকালে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি ভালুকা পৌর সদরসহ বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে, যেখানে শতাধিক নেতাকর্মী ও স্থানীয় জনতা অংশগ্রহণ করেন।
বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড বহন করে বিক্ষোভকারীরা "ইসরাইলের গণহত্যা বন্ধ কর", "ফিলিস্তিনের পাশে দাঁড়াও" এবং "ইসরাইলি পণ্য বয়কট করুন স্লোগান দেন। মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভালুকা শাখার আমির সাইফ উল্লাহ পাঠান ও ইত্তেফাকুল উলামার নেতৃবৃন্দ।
বিক্ষোভ শেষে একটি সমাবেশে বক্তারা ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর পদক্ষেপ দাবি করেন এবং বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনিদের সমর্থনে কূটনৈতিক ভূমিকা বাড়ানোর আহ্বান জানান।
বিক্ষোভের প্রেক্ষাপটে ভালুকার কোকাকোলা ফ্যাক্টরির নিরাপত্তা জোরদার করা হয়। থানা পুলিশ, হাইওয়ে পুলিশ, শিল্প পুলিশ ও সেনাবাহিনীর একটি বিশেষ টিম ফ্যাক্টরির মূল গেটে অবস্থান নেয়। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, "যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত থাকা হয়েছে।"
বিক্ষোভে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং এটি সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে শেষ হয়। স্থানীয় পুলিশ সুপার জানান, "আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সকল পক্ষকে শান্ত থাকার অনুরোধ করা হয়েছে।"
সাইফ উল্লাহ পাঠান বলেন, "ইসরাইলের রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে ফিলিস্তিনিদের রক্ষায় জোরালো ভূমিকা চাই।"