close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

ভালুকায় ইজিবাইক উল্টে কাঁঠাল ব্যবসায়ী গুরুতর আহত

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
বৃহস্পতিবার (১২ জুন) বিকেল সাড়ে চারটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কাঁঠাল ভর্তি একটি ইজিবাইক ভালুকা বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বিরুনীয়া পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এসে চ..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনীয়া পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের সামনে একটি ইজিবাইক দুর্ঘটনায় একজন কাঁঠাল ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ জুন) বিকেল সাড়ে চারটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কাঁঠাল ভর্তি একটি ইজিবাইক ভালুকা বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বিরুনীয়া পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এসে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ইজিবাইকটি সড়ক থেকে উল্টে পাশের নিচু জায়গায় পড়ে যায়।

এসময় ইজিবাইকে থাকা কাঁঠাল ব্যবসায়ীর বাম পা গাড়ির নিচে চাপা পড়ে এবং তা মারাত্মকভাবে ভেঙে যায়। তবে চালক তাৎক্ষণিকভাবে গাড়ি পড়ে যাওয়ার আগে কৌশলে নেমে পড়ায় তিনি অক্ষত থাকেন।

আহত ব্যক্তিকে স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা জানান, ইজিবাইক চালক হয়তো অতিরিক্ত বোঝা বা ব্রেকের সমস্যা থাকার কারণে নিয়ন্ত্রণ হারান। এছাড়া সড়কের পাশে সুরক্ষা দেওয়াল না থাকায় এমন দুর্ঘটনা প্রায়ই ঘটছে।

এলাকাবাসী দ্রুত সময়ের মধ্যে সড়কটির নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ভারী মাল বহনে অপ্রস্তুত ইজিবাইক চলাচলে নজরদারির দাবি জানান।

কোন মন্তব্য পাওয়া যায়নি