ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: পবিত্র ঈদ-উল ফিতরকে সামনে রেখে অসহায় ও হতদরিদ্র আট হাজার পরিবারের মাঝে ভালুকা পৌর বিএনপির মানবিক কর্মসূচী হিসেবে চাল, চিনি, সেমাই, সাবান ও তেল সম্বলিত ঈদের উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে।রোববার (২৩ মার্চ) বিকেলে পৌরসভার ৪নং ওয়ার্ড তুতাখার ভিটা এলাকায় পৌর বিএনপির আহ্বায়ক আলহ্বাজ হাতেম খান অসহায় মানুষের হাতে এ উপহার সামগ্রী তুলে দেন।এ সময় তিনি জানান দেশের চলমান পরিস্থিতিতে স্বল্প আয়ী মানুষের পাশে দাঁড়াতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আট হাজার পরিবারকে তিনি এই উপহার সামগ্রী প্রদান করছেন।এসময় ভালুকা পৌর বিএনপি যুগ্ম আহবায়ক জহির রায়হান, আবু তাহের ফকির, আহবায়ক সদস্য আমান উল্লাহ তাজুন সহ পৌর বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
نظری یافت نشد