ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের ক্ষতিগ্রস্ত কালভার্টটি মেরামতের অংশ হিসেবে মাটি ভরাটের কাজ চলমান রয়েছে। দীর্ঘদিন ধরে রাস্তাটির এই অংশটি ভেঙে পড়ায় অসুস্থ রোগী ও সাধারণ জনগণের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। তবে প্রশাসনের উদ্যোগে অবশেষে সেই দুর্ভোগের অবসান ঘটতে যাচ্ছে।
ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মাহমুদ এক বার্তায় বলেন, “হাসপাতালের সামনের কালভার্টের স্থানে মাটি ভরাট কাজ চলমান রয়েছে। ইনশাআল্লাহ আজ বা কালকের মধ্যেই কাজটি শেষ হবে।”
তিনি আরও বলেন, “অনেকদিন যাবৎ এই রাস্তা দিয়ে হাসপাতালে যাতায়াত করতে গিয়ে অসুস্থ রোগীসহ সাধারণ মানুষদের কষ্ট পেতে হয়েছে। এখন দ্রুত কাজ সম্পন্ন হলে তারা স্বস্তি পাবে।”
স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তাটি দীর্ঘদিন ধরে চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল। এখন প্রশাসনের পদক্ষেপে তারা অনেকটাই স্বস্তি বোধ করছেন।
উল্লেখ্য, ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকাটি প্রতিদিন শতাধিক রোগী ও দর্শনার্থীর চলাচলের কেন্দ্রবিন্দু হওয়ায় এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্রুত কাজ শেষ হলে এটি এলাকার জনসাধারণের জন্য বড় উপকার বয়ে আনবে বলে মনে করছেন স্থানীয়রা।