ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: প্রচণ্ড গরমে জনদুর্ভোগ যখন চরমে, ঠিক সেই সময়ে ভালুকা বাসস্ট্যান্ডে অসুস্থ ও দুর্বল যাত্রীদের মাঝে খাবার স্যালাইন বিতরণ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন ভালুকা উপজেলা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরী সভাপতি খোরশেদ আলম ইমন। এই মানবিক উদ্যোগ স্থানীয় মানুষের প্রশংসা কুড়িয়েছে।
ইমন জানান, "আলহামদুলিল্লাহ, প্রাকৃতিক প্রতিটি অবস্থাই মহান আল্লাহ তায়ালার নেয়ামত, যা মানুষের মঙ্গলের জন্যই আসে। তবে এমন পরিস্থিতিতে কিছু সতর্কতা মেনে চলা জরুরি।"
তিনি আরও বলেন, "গরমে খাবার স্যালাইন অত্যন্ত জরুরি হলেও এটি এক ধরনের ঔষধ, তাই সচেতনভাবে খাওয়া উচিত। একইসাথে শিশুদের খাবার-দাবারে সতর্কতা, অতিরিক্ত ঠান্ডা বা গরম কিছু গ্রহণ না করা এবং আগুন ব্যবহারে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে।"
বাসস্ট্যান্ড এলাকায় অসংখ্য পথচারী ও যাত্রী এই স্যালাইন পান করে স্বস্তি প্রকাশ করেছেন। তাদের মতে, এ ধরনের সামাজিক উদ্যোগ বিশেষ করে প্রাকৃতিক প্রতিকূল অবস্থায় মানুষের পাশে দাঁড়ানোর একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।
এ সময় উপস্থিত স্থানীয় নেতাকর্মীরা ও পরিবহন শ্রমিকরাও এই উদ্যোগকে সাধুবাদ জানান।
উল্লেখ্য, চলমান তীব্র গরমে ভালুকা উপজেলার বিভিন্ন স্থানে ডায়রিয়া ও হিট স্ট্রোকের মতো সমস্যার ঝুঁকি বাড়ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যকর্মীরা। তাই জনসচেতনতা বাড়ানো ও এ ধরনের সেবা কার্যক্রম এখন সময়ের দাবি।