ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় প্রাইম এশিয়ান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার বিচার দাবিতে ছাত্রদল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে। গত ২০ এপ্রিল দুপুরে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। আধাঘণ্টা অবরোধে মহাসড়কে যানজটে পরিণত হলে পুলিশ হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিক্ষোভকারীরা পারভেজ হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের আল্টিমেটাম দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। প্রশাসনের পক্ষ থেকে সুবিচারের আশ্বাস দেওয়ায় অবরোধ তুলে নেওয়া হয়।
নিহত পারভেজ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২৩ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি ভালুকার বিরুনিয়া ইউনিয়নের কাইচান পাঠকবাড়ি গ্রামের প্রবাসী জসিম উদ্দিনের ছেলে। ছাত্রদল নেতা আলী রাজ, রিয়াদ পাঠানসহ অনেকে বিক্ষোভে অংশ নেন।
ভালুকা মডেল থানার সেকেন্ড অফিসার আমিনুল ইসলাম জানান, অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
		
				
			


















