ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার ৯নং কাচিনা ইউনিয়নের ৯নং পালগাঁও ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহজালাল একদল মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ভালুকা উপজেলা ছাত্রদল। এক বিবৃতিতে উপজেলা ছাত্রদলের সদস্য-সচিব ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান বলেন, “ছাত্রদলের একজন সক্রিয় ও সাহসী নেতার ওপর এমন বর্বর হামলা গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতার ওপর আঘাত। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই এবং দ্রুত সময়ের মধ্যে দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাই।”
তিনি আরও বলেন, “দোষীদের চিহ্নিত করে যদি দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হয়, তবে ছাত্রদল কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।”
আহত শাহজালালের সহকর্মীরা জানান, সম্প্রতি এলাকায় মাদক ও সন্ত্রাস বিরোধী অবস্থান নেওয়ায় কিছু দুষ্কৃতিকারী তার ওপর ক্ষুব্ধ ছিল। এরই জেরে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়।
এলাকাবাসীর দাবি-ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হোক, যাতে ভবিষ্যতে কেউ এমন ন্যাক্কারজনক ঘটনার সাহস না পায়।