close

লাইক দিন পয়েন্ট জিতুন!

ভালুকায় বিএনপি প্রার্থীর পক্ষে শ্রমিক দলের লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি সোহাগ সরকার, ভালুকা উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এবং ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ সুজন, ভালু..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ-১১ ভালুকা আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফখরউদ্দিন আহমেদ বাচ্চুর পক্ষে ভোটারদের কাছে ভোট প্রার্থনা ও ধানের শীষের লিফলেট বিতরণ করেছে ভালুকা উপজেলা শ্রমিক দল।

শনিবার (২৪ জানুয়ারি) ভালুকা হাজির বাজার এলাকায় দিনব্যাপী এই গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়। এ সময় বাজারের বিভিন্ন দোকানপাট ও জনসমাগমস্থলে গিয়ে শ্রমিক দলের নেতাকর্মীরা ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি সোহাগ সরকার, ভালুকা উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এবং ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ সুজন, ভালুকা উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরিফসহ শ্রমিক দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দ বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষের বিকল্প নেই। তারা আরও বলেন, ফখরউদ্দিন আহমেদ বাচ্চু একজন ত্যাগী ও পরীক্ষিত নেতা। ভালুকার উন্নয়ন ও মানুষের অধিকার রক্ষায় তাকে সংসদে পাঠাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তারা।

শ্রমিক দলের নেতারা জানান, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ভালুকার বিভিন্ন হাটবাজার ও জনবহুল এলাকায় ধারাবাহিকভাবে এ ধরনের গণসংযোগ কর্মসূচি অব্যাহত থাকবে।

לא נמצאו הערות


News Card Generator